ইসলামিক গল্পের লিংক
ইসলামিক গল্প
এটি একটি জান্নাতী বাচ্চার সত্য ঘটনা_
আজ থেকে বহু দিন আগের কথা, এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এক কন্যা সন্তান, আর তার বাবা-মা দুজনেই অনেক খুশি ছিলো, তাদের কন্যা সন্তান হয়েছে বলে। সুখেই চলছিলো তাদের দিন কাল। আর বাচ্চাটা ও এখন প্রায় চার বছর বয়সে হয়ে গেছে, আর তার ভিতরে একদিন মেয়েটি না ফেরার দেশে চলে যায়। সেই বাচ্চাটার দুখে ভেঙ্গে পরে তার বাবাও মা। তার পর তাকে দাফন করা হয় এক কবরস্থানে,, কিন্তু এই বাচ্চাটা মারা যাওয়ার কিছু দিন পর থেকে, সে তার বাবার স্বপ্নের মাঝে এসে বলে যে।
বাবা আমাকে এখানে কেনো দাফন করেন আমি এখানে থাকতে পারি না। এইসব স্বপ্ন সেই মেয়েটির বাবা প্রতি দিন দেখে, এই ভাবে প্রায় ২ বছর ধরে দেখতেছে। আর এখন শুধু দেখে এই মেয়েটা কবরে থেকে বলে, বাবা আমাকে এখান থেকে অন্য কোথায় নিয়ে দাফন করো। কারণ আমার কবরের পাশে এক পাপি গুনাগার, এক লোক আছে যার উপর প্রতিদিন অনেক ভয়াবহ আজাব হয়। তা আমি দেখে আমার অনেক ভয় লাগে। এইসব দেখার পর বাচ্চার বাবা বলে: আর নয় সে সাথে সাথে এক আলেমের সালে কথা বলে: এবং সেই আলেম বলে আপনার মেয়েকে সেই কবর থেকে উঠিয়ে অন্য কোথাও দাফন করেন। এবং সে কিছু লোক নিয়ে কবর টা খুরে দেখে, এক আবাক কান্ড? যা দেখে ওরা বিশ্বাস করার মতো না। দেখে মেয়েটিকে যে ভাবে দাফন করা হয়েছিল সেই রকম আছে। হাসি মুখে এবং কি তার কাপড়ে একটু বালি ও লাগেনি। পরে তাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করে। এতে করে বুঝা যায় এই বাচ্চা মেয়েটি জান্নাতী। আর যে দুনিয়াতে খারাপ কাজ করে, তার মৃত্যুর পর কবরের মধ্যে শাস্তি আছেই তো। আরে হাশরের ময়দানে আরো বেশি শাস্তি আছে। তাই বলি চলো আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি ও আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) ওনার দেখানো পথে চলি। তাহলে আমরা ও এই বাচ্চার মতো জান্নাত বাসি হতে পারবো সবাই। আল্লাহাফেজ।
আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো পাঠিয়ে দিন: jibonjuddhogolpo@gmail.com