ভালোবাসার কষ্টের স্ট্যাটাস | আতিফ আহমেদ নিলয়‌ এর মৃত্যু নিয়ে কিছু কথা

 ভালোবাসার কষ্টের কথা

খুব কষ্টের ভালোবাসার গল্প

ভালোবাসে আত্মহত্যা বুকামি ছাড়া আর কিছু হতে পারে না ।
আমি তাকে কোন দিন ও চিন্তাম না কিন্তু আজকে সারাদিন ফেসবুকে একটি পোস্ট দেখতেছি_ হসপিটালে বেডে একটা ছেলে মৃত্যুতে গভীর ঘুমে অচেতন অবস্থায় আছে । আর মেয়েটি ছেলেটির মৃত্যুে খুব কন্নায় ভেংগে পরেছেন! কিন্তু তখন ও আমি জানতাম না? ছেলেটিকে আর মেয়েটি ঐ বা-কে । তাঁর পর থেকে আমি চিন্তায়ই পরে গেলাম । এবং পরের দিন ও ঐ একি পোস্ট চোখে পরলো । পোস্টে লেখা ছিল (যখন আমি দুনিয়ার বুকে জীবীত ছিলাম তখন আমার কোন মূল্য দেওনি- এখন আমি দুনিয়ার সাথে রাগ করে, তোমার সাথে রাগ চলে গেছি বহু দূরে- এখন এতো ভালোবাসা কেন  ) থাকতে মূল্য দিয়ে হয় মরে গেলে কেন এতো মূল্য । আমি যানি না মানুষটি কেন মারা গেলো, কিন্তু মন বলে সে-বুকে খুব কষ্ট ও ভালোবাসা নিয়ে মরেছেন? তার পরে ও আমি তাকে চিনতে পারিনি কিন্তু আজকে যখন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়লেন আমার বোনদের খবর দেয়া হলো তারা তারি বাড়িতে আসতে । তাঁরা এসে কান্না কাটি শুরু করলো যে মার কি হলো । মা বলতে লাগলো আমাকে সবাই ক্ষমা করে দেইস । তখন আমরা ভয় ঐ পেয়ে গেছি- মার কিছু হলে আমাদের কি হবে । তার পরে আল্লাহ্ আল্লাহ্ করে মা কিছুটা সুস্থ হলো । তার পরে ছোট বোন এর কাছে শুনেছি যেই ছেলেটি মারা গেছেন উনি নাকি একজন শিল্পী । আমি ছেলেটির গান অনেক শুনেছি, কিন্তুু চিনি না । পরে শুনেছি এই ভাইটি নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । কিন্তু নিজেকে এভাবে শেষ করে দেওয়া কি? ঠিক হয়েছে। তোমরা যে আত্মহত্যা করো । তোমরা কি একবারও ভাবনী তোমার জন্ম  দুঃখিনী মায়ের কথা ভাবনী সে কতটা কষ্ট পেতে পারেন। যে তোমাকে এই পৃথিবীর বুকে আনার জন্য কতোটা কষ্ট সহ্য করেছেন । তার থেকে ও কি তোমার ভালোবাসা বেশি ছিল। বাবার কি অপরাধ ছিল? কেন বাবার এর কাঁধে তার সন্তানের লাশ উঠলো । পৃথিবীতে এর চেয়ে কষ্ট আছে কি বাবার কাছে। যে বাবা তার সন্তানের জন্য রোধ বৃষ্টিতে ভিজে সন্তানদের খাবার জুগিয়েছেন, তার কি দোষ ছিল। হয়তো তুমি তোমার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চলে গেছো। হ্যাঁ হয়তো তোমার ভালোবাসার মানুষ কষ্ট পাবে, তার পরে কি হবে? চিন্তা করছো কি। হয়তো সে তোমার জন্য কয়েক বছর, তোমার জন্য কেঁদে যাবে তার পর । সে ও একদিন তোমাকে ভুলে অন্য আরেক জনকে নিয়ে তার সংসার সাজাতে ব্যেস্ত হয়ে পরবে । সে একদিন তোমাকে ভুলে যাবে, তোমার কথা মনে ও থাকবে না । আর তুমি কবরে কষ্ট করবে আর তারা সুখের সংসার শুরু করবে । তোমার আযাব হবে আর কবরে, আর তারা সুখ করবে ঘরে। 

খুব কষ্টের ভালোবাসার গল্প

আরো কিছু কথা আমরা কি কখনো চিন্তা করেছি সৃষ্টি কর্তার কাছে আমরা কি জবাব দিব। আর সবাই যানি আত্মহত্যা মহাপাপ । তার পরে ও মানুষ কি ভাবে পারে এতো পাপকাজ করতে। জীবনে বড় কোন কাজ করতে গেলে অবশ্যই একশত-বার চিন্তা ভাবনা করে করুন। কিছু হলে ঐ আত্মহত্যা এর মতো জঘন্য পাপ করবেন না। জীবনে দুঃখ কষ্ট থাকতে ঐ পারে, এর মানে জীবন শেষ করে দেওয়াটা বুকামি ছাড়া আর কিছু নয়। সবাই আত্মহত্যা থেকে দূরে থাকুন ।