বাস্তব জীবনের কষ্টের গল্প
স্বামী স্ত্রীর গল্প
সে'দিন রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম____
এক-বাড়িতে বিয়ের আনন্দের খুশি___
আর-এক-বাড়িতে মৃত লাশ নিয়ে কান্না কাটি___
আরো দেখতে পেলাম
এক-বাড়িতে মানুষ খুশিতে নাচছে___
অন্য এক-বাড়িতে মানুষ কান্নায় ভেংগে পরছে___
এক-বাড়িতে সুখের ছায়া___
আর অন্য এক-বাড়িতে দুঃখের ছায়া___
এক-বাড়িতে নতুন মানুষ আসবে___
আর এক-বাড়িতে পুরাতন মানুষ বিদায় নিবে___
এক-বাড়িতে আত্মীয়-স্বজন আসছে নতুন মানুষ দেখতে___
আর অন্য এক-বাড়িতে আত্মীয়-স্বজন এসেছে পুরাতন মানুষকে শেষ দেখা দেখতে___
এক-বাড়িতে লাল সাজে___
আর এক-বাড়িতে সাদা সাজে___
এক-বাড়িতে যাবে নতুন ঘরে___
আর অন্য এক-বাড়িতে যাবে কবরে___
এভাবে ঐ একদিন জীবন শেষ হয়ে যাবে।
বাস্তব গল্প
রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় চোখে পরলো, দেখলাম একটি বাড়িতে খুব আনন্দের শহিদ বিয়ের অনুষ্ঠান হচ্ছে ও খুব গান বাজনা হচ্ছে। মানুষ খুব আনন্দ ফুর্তি করছে। একে একে তার আত্মীয়-স্বজনরা তার জন্য নতুন নতুন গিফট আনছে।
সামনে এগুতেই আবার পাশের বাড়িতে চোখ পড়ল, দেখলাম একটি খাটিয়ায় একজন মানুষ শুয়ে আছে, আর পাশে কিছু মানুষ কান্না কাটি করতেছে। রাস্তা দিয়ে তাকে দেখার জন্য আত্মীয়-স্বজনের ভির জমেছে।
এরকম হাজারো বাস্তব গল্প গুলো চোখে পড়ে, এগুলো লেখে বুঝানো যায় না