রোমান্টিক লাভ স্টোরি গল্প
ভূতের গল্প
ভূত যখন কোন সিঙ্গেল ছেলের রুমে ভুল করে চলে যায়।
কি বন্ধু একা একা ঘুমাচ্ছো আমি আস্তেছি তোমার সাথে ঘুমাতে। আমাকে সাথে নিয়ে ঘুমাতে পারবে না। নাকি ভয় লাগে তোমার। তুমি সবসময় একা একা ঘুমাও, আজকে না হয় আমাকে সাথে নিয়ে ঘুমাবে। ভয় পেওনা আমি তোমার কোন ক্ষতি করবো না, খালি পিপাসা লাগলে একটু রক্ত শুষে খাবো তোমার। আর কিছু করবো না।
সিঙ্গেল ছেলে"
সত্যি তুমি আমার সাথে থাকতে চাও, আজকে মনে হয় আমার মনের আশা পুরন হবে। এখন পর্যন্ত কোন মেয়ে পটাতে পারিনি। কিন্তুু আজকে কোন মেয়ে আমার কাছে নিজে থেকে এসেছে। তুমিতো খুব সুন্দর, আমার গালফেন্ড হবে।
মেয়ে ভূত"
এই ছেলে আমি মরে ভূত হয়েছি। তার পরে ও আমাকে গালফেন্ড বানাতে ইচ্ছা করে, ভয় হয় না।
সিঙ্গেল ছেলে"
ভয় দিয়া কি করবো! আমি সিঙ্গেল আমার একটা গালফেন্ড খুব দরকার। ভূত হলে ও চলবে। তুমি আমার গালফেন্ড হবে কি না এটা বলো।
মেয়ে ভূত"
এই ছেলে এসব কি বলছো। ভূতকে গালফেন্ড বানাতে চাচ্ছো, দুনিয়ায় কি মেয়ের অভাব নাকি।
সিঙ্গেল ছেলে"
হ্যাঁ অভাব! তানা হলে আমি যেই মেয়ে কে গালফেন্ড বানাতে চাই। তার ঐ বয়ফেন্ড থাকে।
মেয়ে ভূত"
তার জন্য ভূতকে গালফেন্ড বানাতে হবে।
সিঙ্গেল ছেলে"
এতো কিছু শুনতে চাই না। গালফেন্ড হবে কি না বলো।
মেয়ে ভূত"
এই ছেলে আমি ভূত, বলছি না। তার পরে ও গালফেন্ড বানাতে চাচ্ছো।
সিঙ্গেল ছেলে"
তুমি আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কষ্টটা বুঝতে পারছো না কেন। আমার আর সিঙ্গেল থাকতে ভালো লাগছে না। তুমি আমার গালফেন্ড হও প্লিজ প্লিজ।
মেয়ে ভূত"
এই ছেলে তোমার কি লজ্জা শরম নাই না কি? এতো করে বুঝাচ্ছি, বুঝতেই চাচ্ছো না। আমার কিন্তুু এবার রাগ হচ্ছে। আবার ও বলছি আমি ভূত আমাকে মানুষ ভয় পায়। আমি মানুষ এর ঘার মাটকাই ও রক্ত চুষে খাই।
সিঙ্গেল ছেলে"
আরে রাখো এসব কথা, ভূত হইছো তো কি হইছে। ভূত কি প্রেম করে না নাকি? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার এখন শুধু মাত্র গালফেন্ড চাই, সে ভূত হলে চলবে। আমি সিঙ্গেল ছেলে এর থেকে কি ভয় বেশি নাকি। আর সিঙ্গেল ছেলেদের কষ্ট, ভয় কে ও হার মানাতে পারে বুঝছো। এখন বলো গালফেন্ড হবে কি না?
মেয়ে ভূত"
ঐ ছেলে আমি কিন্তুু রক্ত খাই, আর কিছু না! আমাকে রক্ত খাওয়াতে পারবে।
সিঙ্গেল ছেলে"
রক্ত ঐ তো খাবে আরতো কিছু না। শুধু কি মানুষ এর রক্ত খাও নাকি গরু ছাগল এর রক্ত ও খাও।
মেয়ে ভূত"
সত্তি তুমি আমাকে রক্ত খাওয়াতে পারবে। সব রক্ত ঐ খাই মানুষ এর রক্ত একটু বেশি পছন্দ করি।
বাংলা ভুতের গল্প
সিঙ্গেল ছেলে"
ওকে রক্ত খাওয়াতে পারবো এখন বলো গালফেন্ড হতে পারবে কিনা........
মেয়ে ভূত"
কিন্তুু আমিতো ভূত
সিঙ্গেল ছেলে"
ঐ আবার ভূত ভূত করলে মেরে ভূত বানিয়ে দিব।
মেয়ে ভূত"
আমিতো ভূত ঐ আমাকে আর কি ভূত বানাবে। রক্ত খেতে দিলে আমি রা....…...
ভাইয়া এই ভাইয়া আর কতো ঘুমাবি সকাল ১০টা বাজে কলেজে যাবি না।
সিঙ্গেল ছেলে"
ঐ তুই এটা কি করলি' এতো সুন্দর স্বপ্নটা ভেঙে দিলি। এতো কষ্ট করে এতো সুন্দর ভূতনি টাকে পটাচ্ছি লাম, তুই আমার সব কষ্ট মাটি করে দিলি। তকে কে বলছে আমাকে ডাকতে।