খুব কষ্টের ভালোবাসার গল্প
কি ভেবে ছিলে আমি ছেকা খেয়েছি,
না ছেকা খেয়েছো তুমি।
কারণ আমি তোমাকে সত্যি কারের ভালোবেসেছি।
যারা সত্যি কারের ভালোবাসে তারা কখনো ছেকা খায় না।
ছেকা খায় তারা যারা ভালোবাসার নামে ধোঁকা দারি করে।
মনে রেখো ভালোবাসা কোন খেলা নয়।যে যাকে তাকে ধরবে ভালোবাসার নামে ছেকা খায়িছ বলবে।
একদিন তুমি বুঝতে পারবে ভালোবাসার নামে যাদের বলতে ছেকা দিয়েছ।
আসলে তুমি নিজেই ছেকা খেয়েছ।তোমার জন্য আমি এখন কষ্ট পাচ্ছি ঠিকি।
কিন্তুু তুমি ও পাবে একদিন।
আমি হয়তো কষ্ট পেয়ে পেয়ে ভুলে যাবো তোমাকে।
কিন্তুু তুমি আমাকে ভুলতে পারবে না।তখন বুঝতে পারবে কে ছেকা খেয়েছে।তুমি নাকি আমি।
তুমি আমাকে ভালোবেসে ছিলে অভিনয় করে।
আর আমি করে ছিলাম অভিনয় করে ঐ, আমার অভিনয় ছিলো সত্যি কারের আর তোমার ছিলো মিথ্যে।
মনে রাখবে মিথ্যা কখনো টিকতে পারে না সত্যের কাছে।
একদিন তোমার ও বুঝে আসবে। তখন হয়তো খুব দেরি হয়ে যাবে।
আমি হয়তো তখন নিজেকে বদলে ফেলবো, তখন তোমার কোন কিছুতে কাজ হবে না।
তখন বুঝতে ও পারবে সত্যি কারের, কাউকে হারালে কেমন লাগে।