কঠিন বাস্তবতা নিয়ে উক্তি | বাস্তবতা নিয়ে কিছু স্ট্যাটাস

বাস্তবতা অনেক কঠিন

বাস্তবতা অনেক কঠিন

সেদিন আমি দুর্বল ছিলাম।
আজও আমি দুর্বল ঐ আছি।
যখন আমি ছোট ছিলাম, তখন ও আমি দুর্বল ছিলাম।
আজকে যখন আমি বড় হয়েছি, এখন ও আমি দুর্বল ঐ আছি।
তখন ছোট ছিলাম গায়ে জোর সক্তি ছিলনা।
আজকে গায়ে অনেক জোর কিন্তুু হাত পা বাঁধা পরিবারের জন্য।
ছোট ছিলাম বলে সবার কাছে নির্যাতনের শিকার হয়েছি।
আজ বড় হয়ে সমাজের কাছে নির্যাতনের শিকার হচ্ছি।
ছোট ছিলাম বলে একটা সামান্য আঘাত সহ্য করতে কষ্ট হতো।
এখন অনেক বড় হয়েছি, হাজারো কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি।

বাস্তবতার কিছু কথা

তখন দুর্বল ছিলাম কারণ, এতো টুকু শক্তি দিয়ে কারো সাথে পেরে উঠতে পারবো না।
আজ দুর্বল আছি কারণ, আমি চাই আমার জন্য অন্য কারো ক্ষতি না হয়।

সমাজ আমাকে দুর্বল বলতো কারণ আমি ছোট আমাকে দিয়ে কোন কিছু হবে না।

সমাজ এখনো আমাকে দুর্বল ভাবে কারণ সক্তি শালি সমাজের চখে ক্ষতিকর।

তখন ছোট ছিলাম শক্তি কি বুঝতে পারিনি।
এখন বড় হয়েছি শক্তি কি বুঝতে পেরে ও, তা বেবহার করতে পারি না।

জীবন ও বাস্তবতা নিয়ে উক্তি

সেদিন আমি দুর্বল ছিলাম।
জও আমি দুর্বল ঐ আছি।
শুধু মাঝ খানে সময় এর পরিবর্তন ঘটেছে।

নিজের দুর্বলটার কথা কখনো, অন্যদের বলতে নেই। তাহলে সে কখন সেই দুর্বল যায়গায় আঘাত কর বসে, বলা যায় না। 

আজকে যে তোমার বন্ধু কাল সে তোমার শত্রু ও হতে পারে। শত্রু সবসময় দুর্বল যায়গায় আঘাত করে। তাই দুর্বল যায়গায়র কথা, কখনোই বলতে নেই।