মানুষ তার টাকা পয়সা ধন-সম্পদ কুরবানী করে | কুরবানী ঈদ ২০২৩

কুরবানী ঈদের শুভেচ্ছা
কুরবানী ঈদ ২০২৩

কুরবানী ঈদ ২০২৩

কালকে আমাদের বাড়িতে কুরবানীর ঈদের একটি গরু আনা হয়।
গরু খুব সুন্দর দেখতে আমি তার চোখের দিকে তাকালাম।
তখন দেখলাম গরুটির দুচোখ  দিয়ে পানি পরছে। গরুটি তখন কাঁদতে ছিল, সে'যানে তার কিছু সময় পর কুরবানী হবে।
কিন্তুু সে তার পরে ও সান্তশিষ্ট হয়ে রয়েছে কার জন্য। সে যানে তার মালিক তাকে কুরবানীর জন্য কবুল করেছে, তার জন্য সে এতটা সান্তশিষ্ট।
কুরবানী ঈদ ২০২৩ কবে
আমি গরুটার পুরো শরীরে হাতালাম কিন্তুু সে একটা বারের জন্য আমাকে লাথি দেয়নি। তার গায়ে কিন্তুু অনেক জোর ছিল তার পরে ও সে চোপ হয়ে বসে আছে কার জন্য। শুধু তার মালিকের জন্য, সে যানে এখন যদি সে কোন রগম বেয়াদবি করে তাহলে তার মালিক রাগ করবেন।

কুরবানী ঈদ ২০২৩

মানুষ তার টাকা পয়সা ধন-সম্পদ কুরবানী করে আল্লাহর জন্য।
আর এই পশু গুলো তার জীবন দিয়ে দেয় আল্লাহর জন্য।

মানুষ কিছু পরিমাণ ধন-সম্পদ দিতে এতো কষ্ট হয়।
আর গরু গুলো তার জীবন দিতে একটু ও কষ্ট হয় না।

কুরবানীর ঈদে মানুষ আল্লাহর খুশির জন্য কুরবানী করেন। হ্যা টাকা পয়সা ধন-সম্পদ কামাই করেছেন কষ্ট করে, তাই আল্লাহর জন্য মানুষ কুরবানী করেন, আল্লাহ যাতে খুশি হন।

কুরবানীর ঈদে মানুষ পশু জবাই করেন শুধু মাত্র আল্লাহর রাজি খুশি জন্য, মুসলিমদের জন্য কোন ইচ্ছা থাকে না। আল্লাহ সকল কুরবানী আপনি কবুল করুন। আমিন

ঈদুল আজহার শুভেচ্ছা

আল্লাহ পাক আমাদের বছরের দুইটি ঈদ দিয়েছেন, সত্যি ঈদের মধ্যে যেই আনন্দ থাকে। এমন আনন্দ আর কোন সময় হয় না। মুসলিম বিশ্ব শুধু যানে ঈদের আনন্দ কি?

ঈদ মোবারক, যখন সকাল সকাল কানে আসে, তখন কি আনন্দ হয়, সেটা বুঝতে পাড়া যায় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সকল কষ্টকে ভুলিয়ে দেয়া। ঈদ মানে সকল মুসলিম ভাই ও বোনদের মুখে হাসি আনন্দ।

আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন