কষ্টের ভালোবাসার গল্প 2021
খুব কষ্টের ভালোবাসার গল্পনিষ্পাপ ভালোবাসার দাফন করে দিলো ছেলেটায় তার বন্ধুদের সাথে নিয়ে।
আমি ভালোবাসার দূশমন।
কি অপরাধ ছিল আমার কেন আমাকে তুমি ধোঁকা দিয়েছ। তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে, ধর্ষণ করে হত্যা করলে। আমি আমার প্রতিশোধ নিয়েছি, তোমাকে আর তোমার বন্ধুদের আমি হত্যা করছি।
কিন্তুু আমার আত্মা এখনো শান্তি পায়নি। যতো দিন পর্যন্ত আমি সমস্ত ভালোবাসার গাদ্দার দের নিজ হাতে হত্যা না করবো, ততদিন পর্যন্ত আমি যাবো না। প্রতিদিন আমি একটা একটা করে এসব গাদ্দারদের এখানে এনে সাজা দেই।
ভূতের গল্প
সে'দিন আমার সাথে কি ঘটেছিল যানতে চান। আমি আমার ভালোবাসার মানুষটিকে খুব বিশ্বাস করতাম। আর বিশ্বাস ছাড়া ভালোবাসা হয়না।
আমি কখনো ভাবিনি সে আমার সাথে এরকম করবে।
ঐদিন আমি আর ও দুজন বিকাল বেলায় একসাথে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, আমি বললাম চলো এখনতো সন্ধ্যা হয়ে গেছে।
রাত হয়ে গেলে আমাদের বাড়ির সবাই চিন্তা করবে আমার জন্য।
চলো আমাকে বাড়িতে দিয়ে আসবে, তখন ঐ ওর বন্ধুরা আমার মুখে একটা রুমাল ধরলো আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ি।
আমার যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমাকে একটা বড় জংগলে নিয়ে আসেছে।
আমি তখন তাকে বললাম: আমাকে এখানে নিয়ে আসলে কেন কি করতে চাও আমার সাথে?
তখন ও আমাকে জোরে একটা থাপ্পড় মারলো, আর আমার উপর ঝাপিয়ে পড়লো।
সে আমাকে নির্যাতন করা শুরু করলো এবং তার পাঁচ বন্ধুরা ও। এভাবে সারারাত আমাকে ধর্ষণ করেছে।
কষ্টের ভালোবাসার কথা
আমি তাকে জিজ্ঞেস করলাম:
আমিতো তোমাকে বিশ্বাস করে ছিলাম। মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ছিলাম, তাহলে কেন আমার সাথে তুমি এমন করলে। আজকে যদি তুমি আমার সাথে এসব একা করতে, তাহলে আমি মনে করতাম এটা তুমি ভুলকরে করে ফেলেছো। কিন্তুু না তুমি এটা যেনে বুঝে তোমার বন্ধুরা মিলে করছো। আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখন তুমি আর তোমার বন্ধুরা আমাকে গলা টিপে মেরে ফেললে এবং আমার লাশ এই গভীর জঙ্গলে মাটি চাপা দিয়ে দিলে। আমার লাশটা পর্যন্ত আমার পরিবারের কাছে পৌঁছালনা। আমি এখানে ঐ পরে রইলাম, আর ঐ দিকে আমার পরিবারের মানুষ আমাকে না পেয়ে হাহাকার করতে লাগলো।
এখনো তারা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তুু তারা যানেনা আমার সাথে কি ঘটছে ষ।
আমি এই গভীর জঙ্গলে আটকা পড়ে যাই, আর সে'দিন থেকে আমি ভালোবাসার দূশমন হয়ে যাই।
শুধু তাদের জন্য আমি দূশমন যারা ভালোবাসার নামে খেলা করে, একে অপরের ক্ষতি করে।
আমি তাদের এখানে এনে শাস্তি দেই শুধু মৃত্যু।
কষ্টের ভালোবাসার গল্প 2023
আমি প্রথম ঐ তার একটা একটা বন্ধুকে ধরে এনে এনে এখানে মারি।
প্রতিদিন তার ও তার বন্ধুদের ভয় দেখে আমার মনে শান্তি পাই।
একদিন তাকে ও আনি এবং জিজ্ঞাসা করি কি অপরাধ ছিল আমার।
আমার ভালোবাসাটা কি অপরাধ ছিলো।
যার জন্য আজকে আমার এতো বড় শাস্তি পেতে হচ্ছে। সে বললো আমাকে ক্ষমা করে দাও, আমি বললাম: ওকে ক্ষমা করে দিলাম।
স'দিন তাকে মৃত্যু দিয়ে ক্ষমা করেছিলাম।
আমি যাদের ঐ মারতাম তাদের লাশ গুলোকে শিয়াল এবং জঙ্গলের জানোয়ার গুলো, ছিরে ছিরে খেতো।
এভাবে ঐ চলছে এখনো চলছে, যারা ভালোবাসার নামে সব করবে, তাদের আমি এ অবস্থা করবো তাই ভালোবাসার দূশমনেরা সাবধান হুঁশিয়ার।