একটা ছেলের স্বপ্ন কি?
প্রথম মতো সুন্দর একটা বউ। সেই বউকে নিয়ে বিভিন্ন যায়গায় ঘুরে বেড়ানো। তার সাথে রোমান্টিক রোমান্টিক গল্প করা ভালোবাসা ও আরো অনেক কিছু। তাঁকে সঙ্গে নিয়ে শশুর বাড়ি ঘুরতে যাওয়া। শাশুড়ি মা শশুর আব্বার সাথে গল্প করা ও শালিদের সাথে দুষ্টুমি করা। শালাদের সাথে শয়তানি করা। তার পরে আস্তে আস্তে সংসার এর দায়িত্ব নেওয়া। বাবার খেদমত করা তার পরে আস্তে আস্তে পুরো পরিবার এর দায়িত্ব নেয়া। তার পরে গিয়ে বাবা হওয়ার কথা চিন্তা করা। এভাবে আস্তে আস্তে নিজেকে সংসারের প্রতি উৎসরগ করে দেওয়া।
একটা মেয়ের স্বপ্ন কি?
ভাল একটা স্বামী পাওয়া এবং তার সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানো। স্বামীর সাথে সবসময় মিষ্টি মিষ্টি জগরা করা। সংসার সাজিয়ে গুছিয়ে রাখা, শশুর শাশুড়ির সঙ্গে মিলে মিশে থাকা। শশুর শাশুড়ির খেদমত করা। সন্তান হলে তার সব সময় খেয়াল রাখা। সন্তানদের মানুষ এর মতো মানুষ করা। আর সারা জীবন স্বামীর সংসার নিয়ে থাকা।