ইসলামিক বাস্তব গল্প
রুপের অহংকার করো না।
এই রূপ তোমার বেশি দিন থাকবে না।
তোমার বয়স বাড়ার সাথে সাথে রুপ ও নষ্ট হয়ে যাবে।
যতোই এই রুপ টিকিয়ে রাখতে চাওনা কেন, আস্তে আস্তে তা শেষ হয়ে যাবে।
তাই রুপের অহংকার করবেন না।
বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস
ঐ বন্ধুর সাথে কখনো ধোঁকা দারি করো না,
যে সবসময় তোমার পাশে থেকেছে,
তোমার বিপদের দিন তোমাকে ছেড়ে যায়নি।
তোমার মন খারাপ এর দিন তোমার পাশে থেকে তোমাকে শান্তনা দিয়েছে।
কষ্টের স্ট্যাটাস বাংলা
কাউকে দূর্বল ভাবা উচিত নয়
কারণ কে কখন শক্তি শালি হয়ে উঠে কেউ যানে না।
আজকে যে দূর্বল কাল সে শক্তি শালী ও হয়ে পারে। কাউকে ছোট চোখে দেখতে নাই।
ছন্দ লেখা পিকচার কষ্টের
কারণ সেই লাথি থেকে আপনার ঐ ক্ষতি হতে পারে।
মনে রাখবেন যেখানে সেখানে লাথি দেওয়ার আগে একশবার ভেবে তার পরে দিন। হতে পারে সেখান থেকে আপনার ও ক্ষতি হতে পারে।
কারো ক্ষতি করলে সেখান থেকে আপনার ও ক্ষতি হতে পারে। এই বিষয় গুলো একদম নিঃশ্চিত।
আবেগি কষ্টের স্ট্যাটাস
তোমাকে ভালোবাসি বলে তোমার হাজারো আঘাত সহ্য করি।
কারণ তোমাকে হারাতে চাই না।
তোমাকে অনেক অনেক ভালোবাসি।
শুনেছি ভালোবাসার জন্য মানুষ কি'না করতে পারে।
হয়তো আমি তাদের দলে।