bangla koster kobita
পৃথিবীর মানুষ গুলো খুব
নিষ্ঠুর
নিজেদের দোষ গুলো
দেখে না।
শুধু অন্যের দোষ খুঁজে
বেরায়।
koster chondo
ভালোবাসার
কষ্ট সবাই সহ্য
করতে পারে না,
তাই কাউকে কষ্ট
দেওয়ার আগে
বারবার ভাবুন
সে কষ্ট গুলো
সজ্য করতে
পারবেন কি না।
koster chondo pic
বিশ্বাস এর সাথে ভালোবেসে ছিলাম বলে
হাতে হারিকেন ধরিয়ে চলে গেলে।
মনে রাখবে এই হারিকেন নিয়ে
জীবনে সফলতা অর্জনের চেষ্টা করবো।
হয়তো কোন দিন সফলতা অর্জন করতে সক্ষম হবো, তখন হয়তো আমার জন্য আফসোস করে, ফিরে আসতে চাইবে ।
হয়তো তখন আর ফিরে আসা সম্ভব হবে না।
নতুন ভালোবাসার ছন্দ
জীবনে সফলতা অর্জন করতে চান
তাহলে ভালোবাসা নামে
বন্দি জেল খানায় পা দিয়েন না।
তাহলে কখনোই সফলতা অর্জন
করতে পারবেন না।