কষ্টের ছন্দ বাংলা ২০২২
নিজের কষ্ট গুলো, নিজের কাছে থাক।
কারণ আমি যানি আমার কষ্টের কথা শুনে অন্যরা মজা নিবে,
যা আমি কখনো সজ্য করতে পারবো না।
কারণ আমি যানি আমার কষ্টের কথা শুনে অন্যরা মজা নিবে,
যা আমি কখনো সজ্য করতে পারবো না।
পৃথিবীতে মা-বাবা না থাকলে কেউ দেখে না
পৃথিবীতে আসতে ঐ মা-বাবা দুজনকেই হারালাম।
হারালাম পুরো পরিবার।
এখন নিজে ও আদা মরা হয়ে আছি।কখন আমার ও চলে আসবে উপরের ডাক। আর এই পৃথিবীতে মা-বাবা পরিবার ছাড়া কেউ কাউকে দেখবে না।তার থেকে ভালো আমি ও চলে যাই।
এই পৃথিবী ছেড়ে।
দুনিয়াতে আসতেই মা-বাবাকে হারালাম। হারালাম পুরো পরিবার।
এখন এই পৃথিবীর বুকে থাকতে আমি চাই না আর।
যানি পৃথিবীর মানুষ আমাকে অবহেলা করবে।
বলবে আসতেই বাবা-মাকে মেরেছি,
মেরেছি পুরো পরিবার।
তার থেকে ভালো হবে আমি চলে যাই,
এই পৃথিবী ছেড়ে, হয়তো তাতেই ভালো হবে আমার।
কষ্টের এই পৃথিবীতে কেউ কারো জন্য নয়
আমার এমন মনে হচ্ছে বাচ্চাটি চিৎকার করে আমাদের বলছে:
তোমরা আমার বাবা-মাকে কেরে নিয়েছ
আমার পরিবার কে ও কেরে নিয়েছ। তাহলে আমাকে কেন বাঁচানোর চেষ্টা করছ, আমি কি ভাবে তাদের ছাড়া এই পৃথিবীর বুকে থাকবো।
আমি কি ভাবে আমার মায়ের আদর ছাড়া থাকবো এখানে।
কি ভাবে বাবার ভালোবাসা ছাড়া থাকবো। কি ভাবে পরিবার ছাড়া কাটাবো জীবন।
Sob Kotha Sobar Shate Bolte Nei
সব কথা মানুষের সাথে বলতে নেই।
এতে নিজেকে ঐ কষ্ট পেতে হয়।
সব জায়গায় সব কথা বলবেন না।
কারণ তাতে আপনার ঐ কষ্ট পেতে হবে।
মনে রাখবেন
সময় সব সময় এক থাকবে না
তার পরে ঐ আপনার কথা
আপনার কাছে কাটার মতো ফিরে আসতে পারে।