খুব কষ্টের পিকচার | কষ্টের কথা ভালোবাসার | কিছু কষ্টের কথা ছন্দ

ভালোবাসার কষ্টের কথা

ভালোবাসার কষ্টের কথা

ভাল মেয়েদের মন শুধু
 খারাপ ছেলেরাই পায়
 আর মেয়ে গুলো সত্যি কারের ভালোবেসে কষ্ট পায় শুধু ।


সত্যি বলতে এমন হাজারো
প্রেমের ঘটনা আছে
যা কখনো বলে শেষ করা যাবে না।
কেন না সত্যি কারের ভালোবাসে যারা, তাদের ভাগ্যে সত্যিই
খারাপ মানুষ গুলো ঐ পড়ে বেশি।

কিছু কষ্টের কথা

পিছন থেকে অনেকে
আপনাকে
খারাপ বলবে।
তাই বলে আপনি ভেঙ্গে পরবেন না।
মনে রাখবেন পিছন 
থেকে কখনো
ভালো মানুষ নিন্দা করে না।

খুব কষ্টের পিকচার

মনে খুশি তখনই থাকবে
যখন অন্য কারো কাছে নয়।
নিজের খুশি নিজে খুঁজবেন
তানা হলে সারাজীবন শুধু কষ্ট
করে যেতে হবে
সুখ বলে মনে কিছু থাকবে না।
__________ ❤️__________

আবেগি মনের কষ্টের কথা

স্বার্থের জন্য ভালোবেসে ছিলে
এখন স্বার্থ শেষ আমাকে ও
ছুরে ফেলে দিলে।
মনে রাখবে তোমাকে ও
একদিন ছুরে ফেলবে কেউ।

এখন বেশীর ভাগ ভালোবাসা স্বার্থের জন্য হয়।
স্বার্থ হাসিল হয়ে গেলে
সে ও হারিয়ে যায়।