ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা | বাংলা ছন্দ কষ্টের ২০২২ |

 ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা


ভালোবাসার মানুষটির অপেক্ষায়
থেকে থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি
কিন্তুু তার পরে ও আশা ছাড়িনি
যানি হয়তো সে এক দিন
ঠিক কি ফিরে আসবে
আমার কাছে ।

ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি

হারিয়ে ফেলেছি আমি তোমাকে
তখন হাজারো চেষ্টা করে ছিলে
আমাকে পাবার আশায়,
কিন্তুু আমি তোমার ভালোবাসা
বুঝতে পারিনি সে দিন।
যদি বুঝতে পারতাম ভালোবাসার
কষ্ট গুলো এতোটা গভীর
তাহলে কখনোই তোমাকে
ছেড়ে দিতাম না।

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

তোমাকে পাবনা যেনে ও ভালোবেসে ছিলাম
কারণ আমার মন তোমাকে পেয়ে খুশি ছিল
আজকে যখন তোমার বিয়ে অন্য কারো সাথে হয়ে গেল,
এখন বুঝতে পেরেছি দূর থেকে ভালোবাসা
আমার জন্য ঠিক ছিল।

ভালোবাসার কষ্টের ছোট গল্প

সুখের সংসার তার সাথে ঐ পাতুন
যে আপনাকে সব সময় হাসি খুশি
রাখতে পারে।
হয়তো অনেকে আপনাকে সুখে
রাখতে পারবে। 
ধন-সম্পদ টাকা পয়সা দিয়ে 
সুখে থাকতে পারলেও 
মনের খুশি তাদের কাছে পাবেন না।
মনের খুশি শুধু মনের মানুষ ঐ দিতে পারে।