ভালোবাসার কষ্টের ছন্দ
তার পরিবারের কথা ভেবে সে নিজেকে ভালোবাসা থেকে দূরে রাখে। সব কষ্ট গুলো সজ্য করে একা একা। ভালোবাসার কষ্ট গুলো অনেক ভয়ংকর হয়ে থাকে। যা সজ্য করা খুব কঠিন
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
হাজারো টাকা তোমার পিছনে কখর করেছি
তুমি আমার হলে না।
সামান্য ১০ টাকা দিয়ে দুটু রুটি দিলাম
কুকুরটি আমার গোলাম হয়ে গেলো।
সত্যি হাজারো সম্পর্ক ভেঙে যায় শুধু মাত্র মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ না করতে পারায়।
ভালোবাসার কষ্টের পোস্ট
ভালোবাসা পেয়ে কেউ সুখীআবার অন্য দিকে ভালোবাসা
হারিয়ে কেউ দুঃখের সাগরে
ভেসে আসে।
ভালোবাসা পেয়ে যারা খুশি
সত্যি তারা খুব ভাগ্যবান।
কারণ ভালোবাসার মানুষটি সবার কপালে জোটে না।
ভালোবাসার কষ্ট
আমি ভালোবেসে ছিলাম তোমাকে
আর তুমি আমার দেহটাকে,
তাইতো দেহের সুখ নিয়ে আমাকে ফেলে চলে গেলে।
এখন মানুষ গুলো সত্যি দেহের ভালবাসা নিয়ে পরে থাকে। তাইতো সত্যি কারের ভালোবাসা গুলো মুখ থুবড়ে পড়ে থাকে।