স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস
যে তার স্বামীর কথা ছাড়া
এক পা ও চলে না ।
যদি ও দুনিয়া একদিক থেকে
আরেক দিকে চলে ও যায়।
স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস
যে স্ত্রী তার স্বামীর কথা না শুনে।
সে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না।
তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট থাকে।
কারণ স্বামীকে কষ্ট দিয়ে কোন স্ত্রী সুখে থাকতে পারে না।
পবিত্র জীবন সঙ্গী খুঁজুন
আগে নিজেকে পবিত্র করুন।
তার পরে পবিত্র জীবন সঙ্গী খুঁজুন।
সত্যি আজকে মানুষ বড়ই অদ্ভূত
তারা নিজেরা পবিত্র না হয়ে তাদের জীবন সঙ্গী খুঁজে পবিত্র।
আগে নিজে পবিত্র হোন পরে জীবন সঙ্গী খুঁজুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পবিত্র জীবন সঙ্গী উপহার দিবেন।
স্বামী স্ত্রী নিয়ে উক্তি
যেই স্ত্রী স্বামীর মুখে মুখে কথা বলে, তারা শুধু উসটা লাথি ঐ খায়।
স্বামীর মুখে মুখে কখনো কথা বলবেন না।
তাহলে স্বামীর ভালোবাসা কখনো পাবেন না।
স্বামী রেগে গেলে একটু চুপ থাকুন, দেখবেন আপনার স্বামীর ভালবাসা সব সময় পাবেন।
স্বামীকে বুঝার চেষ্টা করুন,
তাহলে আপনার সংসার
জীবন সুখের হবে
কখনো সংসার ভেঙ্গে যাবে না।
আপনার স্বামী বেশি রেগে গেলে
চোপ থাকার চেষ্টা করুন,
দেখবেন কখনো আপনাদের দুজনের মধ্যে ঝগড়া ঝাটি হবে না।
আপনার স্বামীর ভালোবাসা ও সংসার জীবন সুখ ভরে যাবে।