মাকে নিয়ে কবিতা | মায়ের কবিতা ও ছন্দ বাংলা ২০২২

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে

মায়ের খেয়াল আগে পরে বউ এর_
বউ পেয়ে মাকে ভুলে যেওনা। মা তোমার জন্মদায়িনী আর বউ তোমার সহধর্মিণী। 

আগে মায়ের খেয়াল রাখুন,
পরে বউ এর খেয়াল রাখুন,
আবার এমন ও নয় যে বউকে 
কষ্ট দিয়ে। এমন ভাবে রাখুন যাতে দুজনি খুশি হয়।

মাকে নিয়ে উক্তি

মাকে কষ্ট দিয়ে বউ নিয়ে কোন ছেলে সুখে থাকতে পারে না।
মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ ও সহে না

মায়ের মনে কখনো কষ্ট
দিয়েন না।
কারণ এই মায়ের জন্য
আজকে আপনি এতো বড়
হয়েছেন।

তাই অবশ্যই মায়ের যত্ন নিন
দেখবেন সব সময় মায়ের দোয়া
আপনার সাথে থাকবে।

মায়ের ভালোবাসার স্ট্যাটাস

মাকে কষ্ট দিয়ে কোন ছেলে খুশি থাকতে পারে নাই আজ পর্যন্ত

বউকে খুশি করার জন্য যদি মাকে কষ্ট দেও,
দেখবে এই বউ কখনোই
তোমাকে খুশি রাখতে
পারবে না।

বউ সুখে রেখে মাকে কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন আপনি ও একদিন কোন সন্তান এর বাবা হবেন। তখন বুঝতে পারবেন, সন্তানেরা কষ্ট দিলে কেমন লাগে।
তাই অবশ্যই মা ও বাবা দুজনের ঐ খেয়াল রাখুন।
দেখবেন ভবিষ্যতে আপনার সন্তানেরা আপনার খেয়াল রাখবে।

মায়ের ভালোবাসা

একমাত্র সন্তানদের জন্য মা-দের ঐ প্রাণ দিতে বেশি দেখা যায়
সন্তানকে বাঁচাতে চিতাবাঘ এর কাছে ধরা দিল মা।
সন্তান না যাওয়া পর্যন্ত চোখ দিয়ে তাকিয়ে থাকলো মা।

পৃথিবীতে একমাত্র মা জাতিরা ঐ বেশি তার সন্তানের জন্য জীবন দেয়। এটার প্রমানতো দেখলেনই।