খারাপ মানুষ নিয়ে উক্তি | মানুষ কেন খারাপ হয় | খারাপ মানুষদের নিয়ে কবিতা ও ছন্দ ।

সমাজের কিছু বাস্তব কথা

বর্তমানে এক গালে থাপ্পড় খেয়ে অন্য গাল পেতে দিতে হয়

বাবা বলতো 
তোর এক গালে কেউ চর-থাপ্পর 
দিলে।
অন্য গাল পেতে দিবি 
এখন বুঝতে পেরেছি
বাবা কেন এই কথা গুলো
বলতো।

খারাপ মানুষ

পিছনে রাস্তার কুকুর ও ঘেউ ঘেউ করে,তাই বলে কি কুকুর কে লাথি দেয় মানুষ।
তেমনি করে কিছু লোক জন আপনার 
পিছনে শুধু শুধু লাগবে।
তাই বলে কি আপনি ও তার সাথে লাগতে যাবেন।

সমাজ নিয়ে উক্তি

এরকম বন্ধু থেকে সব সময় দূরে
থাকার চেষ্টা করুন।
যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টায় থাকে।

পরিবারের কষ্টের স্ট্যাটাস

তুমি আমাকে গালি দেও,
আমি সব সহ্য করি।
কারণ আমার একটি পরিবার আছে।
তাদের জন্য আমি দুর্বল।

মানুষের ক্ষতি করা ঠিক নয় 

জীবনে করো ভালো না করতে পারলে ক্ষতি করবেন না। মনে রাখবেন আজকে আপনি একজন এর ক্ষতি করলে অন্য দিন আরেক জন আপনার ক্ষতি করবে।