bangla kobita collection
জীবনটা শুধু কষ্টেই
গেল,
সুখ নেই বুঝি জীবনে ।
এঁকে এঁকে সব
হারাচ্ছি,
কষ্ট যাচ্ছে আরো
বেরে।
কষ্টে কষ্টে কাটছে
জীবন,
কষ্ট ঐ বুঝি বাকি
জীবনে ।
আর পারছি না কষ্ট
নিয়ে,
বাকি দিন গুলো কাটাতে।
ভালোবাসার কষ্টের কবিতা
আমি কাউকে
ভালোবাসতে চাই না,
কারণ ভালোবাসার
সম্পর্ক।
কেউ জীবন সঙ্গী
বানিয়ে দেয়,
আবার কাউকে শত্রু
বানিয়ে দেয়।
কাউকে সুখী করে তুলে,
আবার কাউকে দুঃখে
ভাসিয়ে দেয়।
কারো জীবন সাজিয়ে
দেয়,
আবার কাউকে মৃত্যুর
দিকে ঠেলে দেয়।
কবিতা বাংলা
সুখের আশায় ঘর বেঁধেছি,
পাইনি তাতে সুখ ।
সুখের আশায় দৌড়ে দৌড়ে,
পাইনি এখনও সেই সুখ ।
সুখ বলছে আসবে ঘরে,
তাইতো রোদে পুড়ে পুড়ে
জীবনকে করেছি সাঁই ।
তার পরে ও ভেবে ভেবে,
সুখের আশায় আসি বসে
হয়তো একদিন আসবে ফিরে
সুখ ময় সেই দিন নিয়ে ।
এই আশায় ঐ ঘর বেঁধেছি,
সুখের মধ্যে দিন কাটাতে পারি।
ছন্দ কবিতা বাংলা
জীবনটা হচ্ছে
গোলাপের
মতো
কখন যে
গোলাপের
মতো পাপড়ি
গুলো ধরে
যাবে,
টের ও পাবেন
না।
সত্যি জীবনটা গোলাপের মতো,
কারণ গোলাপের পাপড়ি গুলো যেমন জরে যায় ।
জীবন থেকে ঠিক তেমনি
আমাদের দিন মাস বছর গুলো জরে যাচ্ছে।
যা আর কখনো ফিরে আসবে না।