খুব কষ্টের ভালোবাসার গল্প | টাকা ছাড়া ভালোবাসা হয় না | Bangla Love Story |

 মিথ্যা ভালোবাসা নিয়ে উক্তি


এখন কার মেয়েরা টাকার জন্য বুরো দাদাদের বিয়ে করে। যাতে জীবনকে টাকা দিয়ে সাজাতে পারেন।

এখন টাকা পেলে মেয়ে দুনিয়াতে সব থেকে বেশি খুশি হয়। তাইতো বুরো বুরো কাকুদের ও বিয়ে করে হাঁসি মুখে।

মিথ্যা ভালোবাসা

আমাকে নয় আমার টাকাকে ভালোবেসে ছিলে'
তাই টাকা নিয়ে ঐ থাকো
আমি দূরে চলে
গেলাম।
আর কখনো আসবো না
ফিরে।

মিথ্যা ভালোবাসা স্ট্যাটাস

বেশিরভাগ ভালোবাসা গুলোর কবর হয়ে যায়,
টাকা না থাকার জন্য ।
এই টাকা কাউকে কাঁদায় আবার কাউকে হাঁসায় ।

অভিনয় মিথ্যা ভালোবাসা

যখন আমার কাছে কিছু ছিল না।
তখন তুমি আমাকে ফেলে চলে গিয়ে ছিলে।
এখন আমার সব হয়েছে এখন আবার ফিরে এসেছ। এখন আসলে ও আমাকে পাবে না।

সত্যি টাকা এক অদ্ভুত জিনিস এর নাম। টাকার জন্য মানুষ কি না করতে পারে। একে অপরের শত্রু হচ্ছে শুধু এই টাকার জন্য।
কেউ টাকার জন্য ভালোবাসা ছেড়ে দেয়, আবার কেউ টাকা দিয়ে ভালোবাসা খুঁজে বেড়ায়।