মেয়েদের মনের কষ্টের কথা
আজকে আমি কালো বলে ভালোবাসা পেলাম না,
আজকে আমার টাকা পয়সা নেই
দেখে জীবন সঙ্গী কেউ আসলো না ।
তার পরে আমি হাঁসি মুখে থাকি,
কারণ জীবনে সুখী হতে হাঁসি মুখে থাকা জরুরি ।
মেয়েদের কষ্টের ছন্দ কবিতা
এখন মানুষ ভালোবাসে রুপ
দেখে
আর দেখে টাকা ওলাকে ।
আরো দেখে বাড়ি গাড়ি ও
যায়গা সম্পত্তি ।
এসব দেখে ও শেষ হয়নি কি
দেখে পরে ফেমাস আছে নি ।
তার পরে ও বয়স বেশি এমন
লোকের টাকা আছে বেশি ।
এর পর গিয়ে বিয়ে করে
সংসার জীবন টাকলার সাথে।
ভালোবাসার কষ্টের কথা
কষ্টে বুকটা ফাইট্টা যায়
যখন আপন মানুষ গুলো
নিজের স্বার্থ ছাড়া খুজ খবর
না নেয় ।
এখন কার মানুষ গুলো
সত্যি খুব স্বার্থ পর
নিজের স্বার্থ ছাড়া
কোন খবর নেই না ।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা
ভালোবেসে কষ্ট পেয়ে
জীবন করেছি রঙিন ।
রঙিন হয়ে কষ্ট গুলো
বারছে শুধু বেরে ।
আর পারছি না
এমন জীবন নিয়ে
থাকতে দুনিয়ায়
বেঁচে।
যার জন্য এতো কিছু
করলাম
সেই আমাকে ছেড়ে অন্য
কাউকে
নিয়ে সুখে শান্তিতে বসবাস
করছে
আর আমি একা একা তার
চিন্তায়
কষ্ট করে যাচ্ছি।
কারণ আমি তাকে সত্যিই
কারের ভালোবেসে ছিলাম।
আর সে স্বার্থের জন্য।