ভালোবাসার কষ্টের ছন্দ
কষ্ট শুধু ছেলেরাই পায় না।
মেয়েরা ও পায়।
ভালোবাসার কষ্ট সত্যি খুব কষ্টের।
একজন মানুষকে শেষ করে দেয়।
ভালোবাসার ছন্দ কষ্টের স্ট্যাটাস
যারা কাউকে সত্যি ভালোবাসে।
তাদের জীবন কাটে শুধু কষ্টে
কারণ তারা দ্বিতীয় বার
আর কাউকে ভালোবাসতে
পারে না।
ভালোবাসা কাছে থাকলে, জীবনে সকল প্রকার সুখ থাকে। যখন হারিয়ে যায়, তখন দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাশে থাকে।
আমি শুধু ভালবাসা হারাই নি, হারিয়েছি জীবনের সমস্ত সুখ শান্তি। ভালোবাসার সুখ পেয়ে ও হারিয়েছি, হারিয়েছি ভালোবাসার মানুষটি।