জীবন যুদ্ধের গল্প | জীবনে বিপদ আপদ এর গল্প | জীবন যুদ্ধের গল্প book ২০২২

জীবন গল্প

জীবন গল্প

(১) অল্প বয়সে আমাদের কাছে সময় এবং শরীর শক্তি দু'টি থাকে। শুধু টাকা পয়সা থাকে না।

(২) প্রপ্ত বয়সে আমাদের কাছে সময় থাকে না। কারণ আমরা কামাই ও কাজ কর্মে বেস্ত থাকি । তখন শরীরের শক্তি ও টাকা থাকে।

(৩) বৃদ্ধ বয়সে আমাদের সময় থাকলে ও সেই সময় নিয়ে আমরা আনন্দ করতে পারি না। কারণ শরীরে শক্তি থাকে না। তখন সেই টাকা পয়সা দিয়ে আমাদের কোন কাজে আসে না।

একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প

নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনার জয় আসবেই । অন্যের পা চেটে যেই সফলতা অর্জনের চেষ্টায় আছেন। ঐ চিন্তা কখনো আপনার সফলতা অর্জন করতে পারবে না। এমন সফলতা অর্জনের উপায় খুঁজে নিন। যা আপনার সারাজীবন থাকবে।
অন্যের পা চেটে হয়তো কিছু দিন এর জন্য ভাল কিছু পাবেন।
তার পর আস্তে আস্তে আপনার জায়গায় অন্য কেউ এসে যাবে। আর আপনার জায়গায় হবে আবার আগের মতো।

জীবন যুদ্ধের গল্প

সবাই একসাথে জীবন যাপন করার নামই জীবন। একা কখনও বেঁচে থাকা সম্ভব নয়। 

অন্যের বিপদে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন। অন্যের বিপদে চোপ করে বসে থাকার নাম কখনো জীবন হতে পারে না।

অন্যকে নিয়ে বেঁচে থাকার নামই জীবন।
একা বেঁচে থাকার নাম জীবন নয়।

আজকে আপনি অন্য কাউকে সাহায্য করলে, অন্য দিন আল্লাহর পক্ষ থেকে কেউ না কেউ আপনাকে ঠিকই সাহায্য করবে।

বিপদ নিয়ে উক্তি

বিপদে পড়লে আপনার হাজার ও পথ খোলা আছে। যখন আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন, ঠিক তখনই এক এক করে সব পথ গুলো চোখে পরবে । এই জন্য বিপদ যতো বড়ই হোক না কেন। চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। ইনশাআল্লাহ।