লোভে পাপ পাপে মৃত্যু | লোভ করা কতটা খারাপ | লোভী মানুষ নিয়ে উক্তি

লোভে পাপ পাপে মৃত্যু

জীবন যুদ্ধ

লোভ লালসা মানুষ এর জীবনকে, জানোয়ারে রূপান্তরিত করে দেয়।
আর এই লোভ লালসা 'মৃত্যুর আগ পর্যন্ত পিছপা হয় না'

মানুষ লোভ পরে জীবন দিয়ে দেয়, কিন্তুু লোভ মৃত্যুর আগ মুহূর্তে ও কমে না।
কারণ ততক্ষন পর্যন্ত না এই আদম সন্তান এর পেটে মাটি ভরে দেয়া হয়, ততক্ষণ লোভ লালসা যাবে না।

লোভে পাপ পাপে মৃত্যু

লোভ সামলাতে পারাটাও একটা যোগ্যতা যা সবার থাকে না। সময় মতো লোভ সামলাতে পারলে বহু বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। মনে রাখা ভাল, লোভের ফল সব সময় ভাল হয় না।

লোভী মানুষ নিয়ে উক্তি

বেশি ভাগ সময় ঐ লোভের ফল খারাপ প্রকাশিত হয়। লোভ এর ফল প্রথম দিকে ভালো হলে ও শেষের দিকে খুব খারাপ রূপ ধারণ করে। পরে মৃত্যু ছাড়া কোন উপায় থাকে না।
আপনার যতো টুকু আছে, তা নিয়ে ঐ সন্তুষ্ট থাকা। এতে নিজের জন্য ঐ ভালো হবে।
পৃথিবীতে কিছু মানুষ আপনাকে লোভ দেখিয়ে তাদের পা'চাটাবে, কিন্তুু এতে করে আপনার লাভ হবে না। শুধু তাদের পা'চেটেই যাবেন।

লোভ লালসা নিয়ে উক্তি

মানুষ এমন একটি প্রাণী তাদের মন কখনো ভরে না। যতো দিবেন ততই নিবে, তার পরে ও মন ভরবে না।
লোভ লালসার ভিতরে প্রবেশ করা সহজ, কিন্তুু বের হওয়া খুবই কঠিন।

পৃথিবীতে লোভ লালসার শিকার হচ্ছে মানুষ, কারণ তাদের আপনি যতো দিবেন তারা আপনার কাছে আরো চাইবে।