জীবন সঙ্গী
জীবনে সুখী হতে টাকা লাগে না।লাগে সুন্দর একটা জীবন সঙ্গী।যার হাত ধরে সারাজীবন।কাটিয়ে দেয়া যায়।
যে যেমন তার জীবন সঙ্গী তেমন
আপনি যেমন হবেন আপনার জীবন সঙ্গী ঠিক তেমনি হবে।
আপনি খারাপ হয়ে ভাল কাউকে কখনো ঐ পাবেন না।
আপনি ভাল হলে আপনার জীবন সঙ্গী ও ভালো হবে।
জীবন সঙ্গী নিয়ে ইসলামিক উক্তি
আপনি খারাপ পথে চলে
কখনো আপনার জীবন সঙ্গী
ভালো পথের আশা করতে পারেন না।
নিজেকে আল্লাহর পথে নিয়ে আসুন
হাজারো ভালো জীবন সঙ্গী আল্লাহ পাক
মিলিয়ে দিবেন।
দুনিয়াতে আপনি যার পিছনে দৌড়াচ্ছেন।
হয়তো আল্লাহ পাক তার থেকে ও ভাল কাউকে আপনার জন্য বানিয়ে রেখেছেন,
তাই শুধু শুধু কারো পিছনে দৌড়ানো
হবে আপনার বুকামি।
জীবন সঙ্গী নিয়ে উক্তি
আল্লাহ পাক তোমাকে শুধু আমার জন্য বানিয়েছে। তোমাকে পেয়ে আমি লাখ শুকরিয়া জানাই আল্লাহ তায়ালার কাছে।
যানি না উনি তোমার মতো এমন পরী
আমাকে করেছে দান। তার জন্য হাজারো শুকরিয়া জানাই আল্লাহতায়ালার কাছে।
আল্লাহ আপনার জন্য যাকে সৃষ্টি করেছেন, সেই হবে আপনার জীবন সঙ্গী। তাই অন্য মেয়েদের পিছনে সময় নষ্ট করলে, নিজের ক্ষতি ছাড়া আর কিছু নয়।