বাস্তব জীবনের কষ্টের গল্প | বাস্তব জীবন যুদ্ধের সময় কি করণীয়

 জীবন যুদ্ধের গল্প

জীবন যুদ্ধের গল্প

বাস্তব জীবনের কিছু কথা

পৃথিবীতে আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কোন না কোন ভাবে। আপনি পৃথিবীর যে কোন যায়গায় যান না কেন, আপনাকে কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম হচ্ছে একটা যুদ্ধের মতো, যে যতো বেশি করতে পারবে, সে তত বেশি জয়ি হবে। আল্লাহ পাক মানুষকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন।
পৃথিবীতে একমাত্র মানুষই সব থেকে বেশি পরিশ্রম করেন, তাই মানুষ কঠোর পরিশ্রমের অদিকারী।

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধের অনেক প্রয়োজন, আপনি যুদ্ধের সমক্ষীণ হতে না পারলে, কখনোই সুখ-ময় জীবন যাপন করতে পারবেন না। চার দিক থেকে আপনার বাঁধা আস্তে থাকবে।

পৃথিবীতে মানুষ ও পশু সবাইকে বাঁচার জন্য যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে সবাই কম বেশি গায়াল হয়, কেউ আবার জীবন ও হারায়। সত্যি এমন লরাই করে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যায়। তার পর ও বেঁচে থাকার চেতনা সবার কম বেশি থাকে, তার জন্য এতো লরাই করে বেঁচে থাকতে হয়।

বাস্তব জীবনের গল্প

মনে রাখবেন জীবন যুদ্ধে হার মানতে নেই, কোন ভাবেই না, হার মানতে গেলে আপনার দুঃখ কষ্ট আরো বেরে যাবে, তার জন্য আগে নিজেকে কঠিন যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে সমস্ত বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।

পরিবারের সামনে আপনার হতে হবে বড় একজন যোদ্ধা, যাতে করে তাদের হাজারো আঘাত আপনি ফিরাতে পারেন, সহ্য করতে পারেন।

মানুষের কাছে আপনাকে শক্তি শালী বানাতে হবে, তানা হলে তারা আপনাকে যখন তখন দুর্বল ভেবে আঘাত করবে ।

দুর্বল মানুষদের তার শত্রুরা বেশি আঘাত করে, কারণ তারা প্রথম থেকে ঐ যানে তারা দুর্বল।

নিজের দুর্বলতা কখনো কারো সাথে বলতে নেই, বললে সে একদিন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে।

বাস্তব জীবনের মানে কি

মানুষ যুদ্ধ করতে ভয় পায়, অথচ সে নিজেই যানে না, সে অলরেডি যুদ্ধের ময়দানে রয়েছেন।

যুদ্ধে হার মানতে নেই, সামনে এগিয়ে যেতে হয়, হার মানতে গেলে ঐ সব শেষ হয়ে যায়।
মনে রাখবেন ভয়কে জয় করা ও একটা যুদ্ধ যা সবাই পারে না।

তাই এই জীবন যুদ্ধে সব সময়ই আপনাকে হাজারো বাঁধা পেরিয়ে বাঁচতে হবে। তাহলেই আপনি সব সময় সুখ-ময় জীবন উপভোগ করতে পারবেন।