কাজে সফলতা অর্জনের জন্য কোন গুণটি থাকা প্রয়োজন | সফলতা অর্জন করার ছন্দ বাংলা ২০২৩

 অনুপ্রেরণা ও সফলতার গল্প

অনুপ্রেরণা ও সফলতার গল্প

ব্যর্থ হতে হতে হঠাৎ করেই একদিন সফলতা আসবে,
তাই ব্যর্থতা আসলে,
সরে দাঁড়ানো হবে সব থেকে বোকামি!
লেগে থাকুন।

মানুষ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে সে নিজেই?
কেন সে নিজেই?
সফলতার ঠিক কাছেই এসে তার মনে হাজার প্রশ্ন আসে, আমি কি সত্যি সফল হবো।

ঠিক তখনই কিছু ব্যর্থতা সামনে এসে দাঁড়ায়। আর তখনই আমরা পিছিয়ে পরি। আর অল্পের জন্য আমরা নিজেদের সফলতা অর্জন হতে ব্যর্থ হই।

ব্যর্থতা থেকে সফলতার উক্তি

সফল হতে আপনার সব থেকে বড় প্রয়োজন হচ্ছে কর্ম ও কাজ।
আপনি সত্যিই যদি এমন কাজে সফল হবেন, তাহলে জীবনের শেষ মুহূর্তে এসে ও তা ছেড়ে দিবেন না। অবশ্যই আপনার জয় আসবে, সফলতার মতো জীবন আসবে। আপনার ইচ্ছা গুলো পুরণ হবে।

মানুষ ব্যর্থ হয় শুধু তার নিজের কিছু ভুল গুলোর জন্যে
যেমন:
ধৈর্য হারিয়ে ফেলে,
মানুষ এর কথায় নিজের কাজ থেকে সরে দাঁড়ায়, শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে না, সফল হতে চায় কিন্তু সে অনুযায়ী কাজ করতে চায়না, ভালো মন্দ বিচার না করে কাজ থেকে সরে পড়ে, ইত্যাদি এসব।

সফলতা নিয়ে উক্তি

প্রতিটি মানুষের জীবনেই সফলতা একবার না একবার আসে, কিন্তু তার কিছু ভুল গুলোর জন্যে, সফলতা অর্জনের মুখ দেখতে বের্থ হয়।
তার মানে এই নয় যে দৃতীয়-বার সফলতা আসবে না জীবনে। আপনি আবার চেষ্টা চালিয়ে যান যতটা সম্ভব, দেখবেন অবশ্যই সফলতা অর্জন হবে আপনার জীবনে।

চেষ্টা চালিয়ে যান যতটা সম্ভব হয়
 অবশ্যই সফলতা আসবে আপনার জীবনে।

সফলতার গল্প

আমি সফলতা অর্জন করতে পেরেছি, আমি হাজার কষ্টের মধ্যেও হাল ছাড়িনি, আমি হাজার ও ঝড়ের মধ্যে ও বসে পড়িনি, আমি কষ্ট পেয়েছি কাউকে বলিনি, আমি রোদে পুড়েছি বৃষ্টি ভিজেছি, তার পরে ও আমার গন্তব্য ছেড়ে দেইনি, আমার কর্ম ছেড়ে দেইনি, আমার বিশ্বাস ভেঙ্গে ফেলিনি, আজকে সবাই আমায় পছন্দ করে, কারণ আমি সফলতা অর্জন করে নিয়েছি। আমি সফল মানুষ তার জন্য আমায় সবাই পছন্দ করেন, তখন করেনি এখন কেন করে। কারণ আমি সফলতা নামে এই বাক্যটি অর্জন করেছি, এটি ঐ সফলতা। এটিই জয়ি। এটিই জীবনের সুখ। এটিই জীবনের ভালোবাসা। প্রতিটি মানুষের মনের আশা।
দোয়া রইলো প্রতিটি মানুষ তার সফলতা অর্জন করতে সক্ষম হোক, এটা দুনিয়া অথবা আখেরাতের।

আমাদের লেখায় কোন ভুল ক্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ