খারাপ মেয়ে
আপনি মেয়ে মানুষ তাই যা খুশি করছেন, শরীরের পরেছেন খুব টাইট ফিটিং পোশাক, বুকের উপর কোন কাপড় নেই, এভাবেই রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কি যানেন নারী পুরুষ এক নয়।
আপনি যখন রাস্তা টাইট ফিট কাপড় পরে, বুক গুলো উঁচু করে চলা ফেরা করেন, তখনতো অবশ্যই ছেলেরা আপনার দিকে তাকাবে। এখন বলবেন তারা কেন তাকাবে?
হ্যা কেন তাকাবে।কারণ কি তারা খারাপ?এভাবে থাকলে ভালো মানুষ ও খারাপ হতে বাধ্য হবে। পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে ঠিক তেমনি খারাপ ও আছে।
আর খারাপ নজর কেউ ইচ্ছা করে দেয় না ভিতর থেকে এসে পরে, হোক না সে ভালো বা খারাপ। কথাটা মনে রাখবেন।
খারাপ মেয়েদের ছবি
ছেলেরা মেয়েদের বুকের দিকে তাকায় কেন? কারণ হচ্ছে তাঁরা এমন কিছু দেখতে ভালোবাসে, হ্যা সত্যি ভালোবাসে তুমি এমন ভাবে চলবে, বুকের উপর কাপড় থাকবে না, তোমার ব্রো বেলাউজ দেখি হাঁটবে, ছেলেদের তোমাদের উপর আকর্ষন করবে, আর ছেলেরা ওখানে তাকালেই বুঝবেন তাদের চরিত্র খারাপ, তারা লুচ্চা বদমাশ ইত্যাদি ইত্যাদি এসব। হ্যা মানছি কিছু পুরুষ ও মহিলা খারাপ তাই বলে সব মানুষ এক নয়।
কিছু কিছু নারী এমন যে তারা সব সময় অন্যদের থেকে নিজেকে আলাদা করে দেখাতে চায়। তারা বুক গুলো উঁচু করে, শরীরকে টাইট ফিট কাপড় পরিধান করে রাস্তায় দাঁড়িয়ে তারা শরীর অন্যদের দেখিয়ে, তাতে আকর্ষণ করতে বাধ্য করে, যা থেকে অন্যদের চরিত্র খারাপ হয়ে যায়। তারা ও তাদের যৌন ক্ষিদায় পাগল হয়ে যায় এবং তাকাতে বাধ্য হয়ে পড়ে।
পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে কে
যেই নারী যতো বেশি ফ্রি হয়, সেই নারী ততো বেশি অশ্লীল হয়।
যেই নারী হাতে লাগাম নাই তার ক্ষয় ও বেশি, তার চার দিক থেকে ঘিরে আছে শুধু অশ্লীল কিছু, কারণ মেয়ে মানুষ তার যৌন ক্ষিদায় এমন হতে বাধ্য হয়।
নারী তার খারাপ হাওয়ার কারণ শুধু তার যৌন ও রুপ যৌবন জ্বালার জন্য, নারীকে যদি তুমি ফ্রি করে দাও তাহলে তার যৌন চাহিদার জন্যই তোমাকে ও পিছিয়ে যাবে।হ্যা নারীকে বন্ধিকরে রাখা যায় না, কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে তাকে কন্ঠল করে রাখলে সে এমন হয় না।নারী যেমন মায়াবী হতে পারে তেমনি পাষান ও হতে পারে।পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নারী তার খারাপ চরিত্র প্রকাশ করে তার যৌন চাহিদার জন্যই।
যেই নারী হাতে লাগাম নাই তার ক্ষয় ও বেশি, তার চার দিক থেকে ঘিরে আছে শুধু অশ্লীল কিছু, কারণ মেয়ে মানুষ তার যৌন ক্ষিদায় এমন হতে বাধ্য হয়।
পৃথিবীতে কোন মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না, খারাপ হতে হয় পরিস্থিতির জন্য। তাই নারীদের ছোট থেকে তার ভালো দিক দেখিয়ে দিন। যাতে করে সে পৃথিবীতে সুন্দর জীবন ঘরে তুলতে পারে।
খারাপ মেয়ে চেনার উপায়
খারাপ নারী কখনো তার ঘরে থাকে না!
সে তাকে সব সময় ফ্রি করে দেয়।
সে ঘর সংসার জীবন পছন্দ করে না।
সে স্বামী সন্তান ও চায় না।
তার শুধু বাহিরে ঘুরে বেড়াতে ইচ্ছে করে।
কিছু নারী এমন আছে তারা ঘর সংসার স্বামী সন্তান কিছুই পছন্দ করে না, তারা শুধু জীবনে ফুর্তি করে যেতে চায়, কিন্তু তারা কি যানে ঘর সংসার জীবনের সুখ-শান্তি দুঃখ-কষ্ট কতটা আনন্দের হয়।
খারাপ মেয়ে নিয়ে উক্তি
খারাপ মেয়ে তাঁরাই! যারা অন্যদের নিয়ে খেলা করে।
অন্যদের ভালোবাসার নামে ধোঁকা দেয়। তাদের জীবন শেষ করে দেয়।
অন্যদের ভালোবাসার নামে ধোঁকা অভিনয় করা মানুষ গুলোর জীবন শেষ হয় অনেক কষ্ট ও বেদনা নিয়ে।
ধোঁকা দেয় তাদের কপালে জোটে ঘৃণা আর কষ্ট? প্রথম তারা সুখ পেলেও পরে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না।
কারণ মানুষকে ধোঁকা দিয়ে তারা শুধু তাদের জীবনে অন্যদের বদদোয়া নেয়, তাই তারা কখনো সুখ শান্তি নিয়ে বাঁচতে পারে না।