স্বামী স্ত্রীর রোমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ২০২৩

 স্বামী স্ত্রীর রোমান্টিক ইসলামিক গল্প

স্বামী স্ত্রীর রোমান্টিক ইসলামিক গল্প


পৃথিবীর মানুষ গুলো খুব অদ্ভুত, কোন মেয়ে মানুষের সাথে পুরুষ মানুষকে দেখলেই খারাপ মন্তব্য করে বসে।
কারো সাথে বের হলেই কি? তার প্রেমিকা হয়।
মেয়েটি হতে পারে তার (মা বোন নয়তো স্ত্রী নয়তো পরিবারের সদস্য।
মেয়ে মানুষ নিয়ে রাস্তায় বের হলেই সে তার প্রেমিকা, আমরা কি মা-বোনদের সাথে বের হতে পারি না।

কারো সাথে মেয়ে মানুষ দেখলেই খারাপ মন্তব্য করবেন না, আপনি সত্যিই আগে জানুন পরে মন্তব্য করুন।

রাস্তায় বের হলেই সবাইকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা ঠিক নয়। মনে রাখবেন আপনার ও হয়তো কোন সময় আপনার মা-বোন বা স্ত্রীকে নিয়ে বের হন মানুষ আপনাকে খারাপ মন্তব্য করে। তখন হয়তো বুঝতে পারবেন কি রকম খারাপ লাগে ভিতরে।

পৃথিবীতে মানুষকে নিয়ে ঘুরলেই সবাই খারাপ কাজ করে না।

'স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হলেও,
মানুষ খারাপ মন্তব্য করে 😭
'মানুষ আল্লাহ তায়ালাকে কি 
জবাব দিবেন পরোকালে 😭

ইসলামিক উক্তি পিকচার

নিজেকে প্রস্তুত করুন এমন ভাবে যাতে আপনার আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যায়।

পৃথিবীতে খুব তুচ্ছ ও ছোট হবেন? যতোদিন না বিধাতার হুকুম গুলো না মেনে স্ত্রীকে নিয়ে জীবন কাটাবেন।
 মাথা উঁচু করে চলতে চান, স্ত্রীকে নিয়ে দ্বীনের পথে থাকুন অবশ্যই সব দিক থেকে সম্মান ও মর্যাদা পাবেন। এবং দুনিয়া ও আখেরাতে কামিয়াবি পাবেন।

ও প্রিয় স্ত্রী....

এই পৃথিবীটা খুব ভয়ংকর!
তুমি পর্দা ও দ্বীনের পথে না চলতে পারলে, কখনোই সম্মান ও মর্যাদা পাবে না।

সত্য নিয়ে ইসলামিক উক্তি

পৃথিবীর মানুষ গুলো খুব অদ্ভুত, অন্যের স্ত্রীকে নিয়ে খারাপ উক্তি করে আর নিজের স্ত্রীর ভুল গুলো গুপন করে।
অন্যের স্ত্রীকে খারাপ বানিয়ে দেয় সমাজে আর নিজের স্ত্রীকে ভাল।

অন্যের স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করছেন?
একদিন অন্য কেউ আপনার স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করবে, পৃথিবীটা কাউকে ছাড়-দেয় না।

জীবন নিয়ে ইসলামিক উক্তি

এমন কিছু করতে নেই যা করে কখনোই নিজেকে সুখী করতে পারবেন না।

মনে রাখবেন কুকুরের কাছে যতোবার তার মালিক একটা বল ডিল দিবেন, কুকুর ততবারই তা ফিরিয়ে নিয়ে আসবে।
তাই অবশ্যই এমন কিছু করতে নেই যা আবার ফিরে আসে আর নিজেকে আঘাত করে।

মানুষ তখনই কাঁদে যখন নিজের অতীত এর ভুল গুলো নিজের সাথে ঘটে।
একদিন অন্যের সাথে যা ঘটিয়েছেন আজকে আপনার সাথে ও ঘটতে পারে।


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মালিক সৃষ্টিকর্তা

রমজান মাসে সব গুলো রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সেই তফিক দান করুন। আমীন