ইসলামিক স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প
পরিবারের সদস্যদের খুশি মানে হচ্ছে, ধরেন আপনি আপনার পরিবার ও স্বামীর পরিবারের সবার কথা মেনে চললেন শুধু স্বামীকে বাদে। স্বামী কোন হুকুম করলে সাথে সাথে না করে-দেন, বলেন আপনি পারবেন না।
আপনার স্বামীর সামর্থ্যের বাহিরে খরচ করেন, স্বামীকে জুলুম করেন, আর বাকি আত্মীয় স্বজন বাবা-মা শশুর শাশুড়ির সবার কথা মেনে চললেন। এতে কি আপনি আল্লাহর হুকুম আনলেন, আল্লাহর হুকুম ছিলো স্বামীর কথা শুনতে, আর আপনি পরিবারের সবার কথা শুনলেন শুধু স্বামীকে রেখে। আর আমি এটা ও বলছি না যে পরিবারের কথা না শুনতে, অবশ্যই আগে স্বামীর কথা শুনুন এতে আপনার স্বামী কি বলে? স্বামী যদি বলে হ্যা তাহলে অবশ্যই করুন, স্বামীকে খুশি না রেখে পরিবারকে খুশি করতে কোন লাভ হবে না।
মনে রাখবেন বিয়ের পর আপনার স্বামী ঐ আল্লাহর পরে সব কিছু, স্বামীর আদেশ নিষেধ মেনে চলুন। জীবন সুন্দর হবে।
আর স্বামীর সামর্থ্য অনুযায়ী খরচ করুন, পরিবারের আবদার মিটাতে স্বামীর প্রতি জুলুম নির্যাতন থেকে নিজেকে দূরে রাখুন।
পৃথিবীর সবচেয়ে উত্তম স্ত্রী হলো তারাই, যারা স্বামী যতোটুকু এনেদেন ততটুকুই খেয়ে খুশি এবং ততটুকু পরান ততটুকুই পরে। এমন স্ত্রী যারা স্বামীর আদেশ নিষেধ গুলো সর্বদা মেনে চলে।
আজকে তুমি আমাকে খুশি না করে অন্যদের খুশি করতে ব্যস্ত
আছো। এই ব্যস্ততা তোমার কোন কাজে আসবে না? না তুমি আল্লাহ তায়ালাকে খুশি করতে পারবে না আমাকে।
ইসলামিক স্বামী স্ত্রীর ছবি
পৃথিবীতে প্রতিটা স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে আল্লাহ পাক পছন্দ করেন ও খুশি হন। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে খুব খুশি হয়। আর সব থেকে বেশি ভেজার হয় তখন, যখন কোন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় বা ঘটে।
পৃথিবীর বেশিরভাগ নারী এখন তার স্বামীর কথা মতো চলে না? কারণ হচ্ছে তাঁরা অন্যদের সাথে মিল রেখে চলতে চায়। মনে রাখবেন তারা যদি জাহান্নামে যায় আপনার ও তাদের সাথে ঐ যেতে হবে? কারণ আপনি তাদের সাথে মিলে স্বামীর হুকুম গুলো মানতে পারেন নাই। তার জন্য আল্লাহ্ আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন।
প্রিয় স্ত্রী...
আল্লাহপাক কি? বলে দেন নাই,
যে তুমি তোমার স্বামীকে খুশি রাখো
তাহলে কেন তুমি আমাকে ছেড়ে অন্যদের কথায় উঠো বসো।তুমি কি? শুনো নাই? যে স্ত্রী তার স্বামীকে খুশি রেখে মারা যাবেন সে জান্নাতী।💗💗
মেয়েদের ইসলামিক গল্প
কি ভাবছেন পুরুষ ছাড়া জীবন পার করে দিবেন? এটা সম্ভব পূর্ণ ভুল ধারণা, কারণ আল্লাহ পাক নারীদের বানিয়েছেন পুরুষদের জন্য, অবশ্যই আপনাকে বানানোর পূর্বে আপনার জীবন সঙ্গী ও বানিয়েছেন।
হ্যা একা জীবন কাটাতে পারবেন? তাতে কখনোই সুখ শান্তি খুঁজে পাবেন না।
আপনার রাগ ও জেদের জন্য হয়তো এমন করবেন, তার পরে আপনি নিজেই ঠকবেন।
রাগ ও জেদ মানুষকে কখনো সুখী করতে পারে না, রাগ ও জেদ মানুষকে ধ্বংস করে দেয়।
পৃথিবীতে যতোবার ঐ রাগ করবেন ততবারই ঠকবেন। তাই রাগ ও জেদ কন্ঠল করতে শিখুন।
পৃথিবীতে এমন হাজারো নারী আছে, যারা সারাজীবন পরপুরুষের সাথে মেলামেশা করে জীবন কাটিয়ে, শেষ বয়সে একা একা মৃত্যুবরণ করে, তখন দেখা যায়, তার আপন বলতে কেউ থাকে না।
আমাদের লেখায় যদি কোন ভুল ক্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করা ও একটা গুণ।
নারীদের মধ্যে এমন কিছু নারী আছে? যারা চাইলে তাদের স্বামীর সাথে সুখের সংসার জীবন পালন করতে পারেন।
কিন্তু তারা তা না'কে সংসার ভাঙ্গে দেয় এবং সারা জীবন একা কাটিয়ে দেয়, শেষে তাদের মৃত্যুর সময় আপন বলতে কেউ থাকে না। 😭