হিংসা নিয়ে উক্তি
হিংসা করা মানুষ গুলো, সবসময় ব্যর্থই হয়। কারণ তারাতো অন্যদের সমালোচনা নিয়েই থাকে, আর অন্যের সফল হওয়া দেখে হিংসা করে।
হিংসা মানুষকে খারাপ করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। হিংসা করা মানুষ সব দিক থেকেই, সবার কাছে লজ্জিত হয়। কখনোই জীবন সাজাতে পারে না, ব্যর্থতা নিয়ে জীবন কাটায়।
আমি যতবার অন্যের সাথে হিংসায় জরিয়েছি, ততবার কষ্টের সাথে লড়াই করেছি। কারণ হিংসা ভিতরটা পুড়িয়ে দেয়, তখন শুধু অন্তরটা জালা পোড়া করে।
হিংসা ও অহংকার নিয়ে উক্তি
অহংকার হচ্ছে পতন এর মূল, যত অহংকার তত নিজের ক্ষতি। অহংকারী মানুষ, এক সময় সব দিক থেকেই ঠকে। আল্লাহ ছাড়া কারো অহংকার করা সুভা পায় না।
অহংকার মানুষ গুলোকে পাথর বানিয়ে দেয়, অহংকার মানুষকে অন্ধ বানিয়ে দেয়, অহংকার আপন-জনকে ছিন্ন করে দেয়, অহংকার জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যায়।
তুমি কি নিয়ে অহংকার করো, কখনো ভেবে দেখনি, মৃত্যুর পর তার অবস্থান কি রূপে হয়। কিছু সময় না যেতেই, দেহটা পচতে শুরু করে। মাস না যেতেই তার অস্তিত্ব দুনিয়া থেকে মুছে যায়। তাহলে কেন এতো অহংকার?
নারী রুপের অহংকার করে, পুরুষ তার ক্ষমতা নিয়ে, রুপ ও ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না।
হিংসা থেকে বাঁচার উপায়
হিংসা করা মানুষ হচ্ছে মোমবাতির মতো, যতো যলাবে ততই পুড়বে।
অন্যের সাথে হিংসা করলে, নিজেকেই পুড়তে হয়, নিজের ভিতরটা পুড়ে, ছাই হয়ে যায়।
হিংসা ও অহংকার সবসময়ই, খারাপ পথে চালিত করে। অহংকার যেমন পতনের মূল, হিংসা ও ধংসের মূল। এই দুটি মানুষের জন্য ক্ষতিকর।
ধনী মানুষের অহংকার বেশি, গরিবের ভালোবাসা বেশি। অহংকারী মানুষের সব কিছুতে খারাপ হয়, ভালোবাসা মানুষের সব কিছুই ভালো হয়। এই দুটিই মানুষকে কিছু না কিছু দিয়ে যায়।