যোগ্যতা ছাড়া ভালোবাসা হয় না | কষ্টের কিছু কথা ভালোবাসার ২০২৩

 কষ্টের জীবন নিয়ে কিছু কথা

কষ্টের জীবন নিয়ে কিছু কথা

সব কিছুতেই ভাগ নিতে চাইলে ও, কষ্ট গুলোর ভাগ কেউ নিতে চায় না।
নিজের কষ্ট নিজেরই বয়ে বেড়াতে হয়, কেউ তাতে ভাগ নিতে চায় না।

এমন কথা কাউকে দিও না_ যা কখনো তুমি রাখতে পারবে না।
এমন কষ্ট কাউকে দিও না_ যা সে কখনো সহ্য করতে পারবে না।

পৃথিবীটা খুব স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কখনোই মনে করে না কেউ। যখন স্বার্থ উদ্ধার করে ফেলে, ঠিক আগের মতো ফেলে চলে যায়।

ভালোবাসায় সুখের চেয়ে কষ্ট বেশি থাকে, গোলাপে যেমন কাটা আছে, তেমনি খুশবু ও আছে। ভালোবাসায় যেমন সুখ-শান্তি আছে, তেমনি দুঃখ-কষ্ট ও আছে।

কিছু কষ্টের কথা

নিজের কষ্ট অন্যদের সাথে শেয়ার করতে নেই, তাহলে কষ্ট গুলো সে আরো বাড়িয়ে দিতে পারে। হয়তো এজন্য মানুষ নিজের কষ্ট গুলো শেয়ার করতে ভয়পায়।

অন্যদের কষ্টের কথা শুনে কখনো খুশি হতে না নেই, হয়তো কখনো নিজের এমন কষ্টের পরিস্থিতি আসবে, তখন হয়তো কষ্ট শেয়ার করতে ভয় হবে।

পৃথিবীর মানুষ যতবার আপনাকে কষ্ট দিবে, ততবারই আপনি কিছু না কিছু শিক্ষা গ্রহণ করবেন, কষ্ট সহ্য করতে শিখুন, দেখবেন এক সময় পাহাড় কে তলিয়ে দিতে পারবেন।

কষ্টের কিছু কথা ভালোবাসার

কারও সাথে প্রেম ভালোবাসা করতে চান, নিজেকে আগে যোগ্য স্থানে নিয়ে যান। না হলে প্রেম ভালোবাসা, করতে গেলে সব জায়গায় অপমান ও লাঞ্ছিত হবেন। ভালোবাসার নামে কষ্ট পাবেন।

যোগ্যতা ছাড়া ভালোবাসা পেলেও, তাকে আপন করে পাবেন না। নিজের করে পেতে হলে অবশ্যই যোগ্যতা দরকার হবে।

পৃথিবীতে মানুষ আপনাকে সম্মান করবে, যদি আপনি যোগ্য ব্যাক্তিদের মধ্যে থাকেন, নয়তো যোগ্যতা ছাড়া কখনোই সম্মান পাবেন না। শুধু অপমান ও ঘৃণা পাবেন।
মানুষের অবহেলা কতটা জঘন্য, তা শুধু অবহেলিত মানুষ গুলো যানে, আর কেউ না।