পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে কে
নারীদের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামী হবে তারা, যারা স্বামীর খেয়ে পড়ে, তার প্রতি শুকরিয়া আদায় করে না। তার প্রতি নারাজ হয় সর্ব অবস্থায়।
খারাপ স্ত্রী হচ্ছে সে, যে স্বামীর সাথে সব সময় বেয়াদবী করে, তার খেয়ে তার পড়ে, পরে ও তার মুখে মুখে তর্ক করে। সর্ব অবস্থায় স্বামীকে কষ্ট দেয়, স্বামীর প্রতি কখনোই খুশি থাকতে পারে না।
খারাপ নারী নিয়ে উক্তি
স্বামীর বদদোয়া সবসময় প্রায় এমন স্ত্রীগণ, যারা তার স্বামীর কাছে কিছু পাওয়ার জন্য সবসময় জোরদার করে, না দিলে তার প্রতি জুলুম করে। স্বামীর সামর্থ্য না থাকার পরে ও, তা পেতে তাকে বাধ্য করে।
একজন স্ত্রী যখন তার স্বামীর সাথে বেয়াদবি করে ও খারাপ আচরণ করে। তখন স্বামী যানে স্ত্রীর এমন আচরণ কতটা জঘন্য খারাপ লাগে। যার জন্য সে এতটা কষ্ট করে সেই তাকে সর্ব অবস্থায় কষ্ট দেয়।
স্বামীদের সব থেকে বেশি কষ্ট হয় তখন, যখন তার স্ত্রী তার সাথে, বেয়াদবি করে ও মুখে মুখে তর্ক করে কথা বলে। বেশিভাগ ক্ষেত্রে এমন আচরণ স্বামীরা সজ্য করতে পারে না।
খারাপ মেয়ে নিয়ে উক্তি
নারীদের সংসার বেশি ভাঙ্গার কারণ হচ্ছে, স্বামীর মুখে মুখে তর্ক করে কথা বলার জন্য। স্বামীর এটা কখনো সজ্য করতে পারে না, তার জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়। পরে অনেক সংসার ভেঙ্গে ও যায়।
স্বামী ততটুকুই এনে দেয়, তা দিয়ে কেন তুমি সন্তুষ্ট থাকতে পারো না। স্বামীতো চেষ্টা করে, তার সব টুকু দিয়ে করতে। কেন তুমি বুঝতে চাওনা। ধৈর্য ধারণ করো, অবশ্যই স্বামীর আদর সোহাগ ও ভালোবাসা পাবে। হয়তো তোমার ধৈর্য ধরার জন্য, সংসারে অনেক উন্নতি হবে।
আমি দেখেছি বেয়াদব স্ত্রীরা সব সময় অপমান ও লাঞ্ছিত হয়, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে কথা বলে। তার কপালে সুখ শান্তি জুটে না। কারণ স্বামীকে কষ্ট দেওয়া নারী সব জায়গায় অপমানিত হয়।