ভালোবাসার ছন্দ কষ্টের
মানুষ যতোই চায় ভালোবাসা নামে বন্দি খাঁচা থেকে বাঁচতে। মন ততই ছটফটিয়ে বন্দি হয় সেই খাঁচাতে।
ভালোবাসা পেতে চাও, তাহলে কষ্ট সহ্য করা শিখে নাও। কারণ ভালোবাসা পেতে হলে, কষ্ট সহ্য করার ক্ষমতা রাখা জরুরি।
ভালোবাসা শুধু মানুষকে হাসায় না কাঁদায় ও, ভালোবাসা যত না সুখ দিবে, তার থেকে ও বেশি কষ্ট দিবে।
আমি যতোবার ভালোবাসার স্বপ্ন দেখেছি, ততবার কষ্টের সাথে লড়াই করেছি। ভালোবাসা যতটা মনে সুখ এনে দেয়, তার চেয়ে বেশিগুণ কষ্ট দেয়।
ভালোবাসার নামে চলছে অশ্লীল নৃত্য, চার দিকে শুধু পাপ আর পাপ, সত্যি কারের ভালবাসা হলেও তাতে থাকে শুধু কষ্ট।
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
ভালোবাসার নামে একে অপরের জীবন নষ্ট করা হচ্ছে, এখনকার প্রতিযোগিতা, যে যত বেশি উইকেট নিবে, সে ততবেশি ফেমাস হবে।
চার দিকে এখন শুধু ভালবাসা নামের ধোঁকা দারি। একে অপরের ভালোবাসা নিয়ে খেলছে, এই দিয়ে আবার পুরো জীবনটাই নষ্ট করে ফেলছে।
কাউকে ধোঁকা দিলে, সেই ধোঁকা একদিন নিজেকে ও খেতে হয়। সময় ঠিক উসুল উঁচু করে নেয়। শুধু মাত্র সময়ের ব্যবধান ঘটে। সময় আসলে ঠিকই, ঠকতে হয়।
আমি যতবার মানুষকে ঠকিয়েছি, ততবার সময়ে ব্যবধানে নিজেও ঠকেছি। সময় সবকিছুর সঠিক বিচার করে নেয়।
কিছু কষ্টের কথা
ভালোবাসার মতো কষ্টে পা দিলে, নিজের জীবন শুরু হওয়ার আগে ঐ শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম প্রথম সুখ-শান্তি থাকলেও, পরে শুধু দুঃখ-কষ্ট ও অবহেলা।
আমি মানুষকে ভালবাসার কষ্ট সহ্য না করতে পেরে, জীবন শেষ করতে দেখেছি, দেখেছি অসহ্য ব্যথা বেদনা নিয়ে, নিজেকে শেষ করে ফেলতে, ভালোবাসা নিয়ে কেউ ধোঁকা দারি করে, আবার কেউ ভালোবাসার সম্মান বাঁচাতে নিজে শেষ হয়ে যায়।
ভালোবাসা পবিত্র থাকবে, যদি পবিত্রতা নষ্ট না করো, ভালোবাসায় সম্মান ও মর্যাদা থাকবে। যদি ভালোবাসার সম্মান নিজে রক্ষা করো।