মেয়েদের সংসার জীবন | সংসার জীবন | সংসার জীবনের গল্প

সংসার ভাঙ্গার কারণ

সংসার ভাঙ্গার কারণ

স্বামী স্ত্রীর সংসার ভেঙ্গার কারণ গুলো।
১/
স্বামীর থেকে ও তার বাবা মায়ের কথা বেশি শুনে।
২/
স্ত্রীরা সবসময় তার বাপের বাড়ির লোকজন এর জন্য স্বামীর সাথে বেয়াদবি করে।
৩/
স্বামীর সামর্থ্যের বাহিরে খরচ করে, বেশি বেশি খরচের জন্য স্বামীকে জুলুম করে।
৪/
স্বামীর কথা মতো চলে না, নিজের ইচ্ছায় চলাফেরা করে, স্বামী কিছু বললে: যগরা জাটি করে।
৫/
স্বামীর সাথে সব সময় বেয়াদবী করে, মুখে মুখে তর্ক করে।
সর্ব অবস্থায় স্বামীকে ভদ-দোয়া করে, কখনোই স্বামীর উপর শুকরিয়া আদায় করে না।

সংসার মানে কি

নারীর‌ সংসার জীবনে সুখ-শান্তি পেতে হলে, স্বামীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা, স্বামীর মুখে মুখে কখনোই তর্ক না করা। স্বামীর আয় রোজগার দেখে খরচ করা।

স্বামীর বিপদে আপদে সব সময় তার পাশে থাকা, স্বামীর হুকুম মেনে চলাফেরা করা। স্বামী নারাজ হয় এমন কাজ গুলো এরিয়ে চালা, সব সময় তার প্রতি শুকরিয়া আদায় করা।

স্বামীর প্রতি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, নারী গুলো সব সময় সুখী হয়। কারণ আল্লাহ এমন নারীদের পছন্দ করেন। এমন নারীরা স্বামীর ভালোবাসা ও বেশি পায়।

সংসার জীবনের কষ্ট

স্বামীর কষ্টের সময় পাশে থাকা হচ্ছে, স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব। আর স্বামীর দায়িত্ব হচ্ছে সব সময় স্ত্রীকে দেখে দেখে রাখা। স্ত্রীর ভালোবাসা বুঝার চেষ্টা করা, জুলুম নির্যাতন না করা।

সংসার জীবনে সবচেয়ে বড় দুঃখ কষ্ট আসবে, অভাব এর সময়। এমন সময় স্বামী স্ত্রীর দু-জনই এক সঙ্গে থাকা খুব জরুরী, তাতে একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা বেরে যায়, সংসার জীবন সুখের হয়।

দুঃখ কষ্ট না আসলে একে সংসার বলে না। সংসার জীবন হচ্ছে ঘুমের মতো, বেশি ঘুমালে ও শরীর খারাপ, আবার না ঘুমালে শরীর খারাপ হয়ে যায়।
তেমনি বেশি সুখ-শান্তি হলেও ভালো লাগে না, আবার বেশি দুঃখ-কষ্ট থাকলে ও ভালো লাগে না। তাই দুটি থাকাই জরুরি।