স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস
এখন নারীরা তার স্বামীকে কষ্ট দেয়, কারণ হচ্ছে তার ভিতরে দ্বীনের বুঝ নাই। যদি সে সঠিকভাবে বুঝতে পারতেন, তার সৃষ্টি করার কারণ, তাহলে সে কখনো স্বামীকে কষ্ট দিতেন না।
প্রতিটি স্বামীর জন্য তার স্ত্রীকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, তাই স্বামীকে কষ্ট না দিয়ে, তাকে সব সময় আনন্দ ফুর্তিতে রাখা হচ্ছে প্রতিটি স্ত্রীর উপর ফরজ।
একজন স্ত্রী ছাড়া কেউ ভালো ভাবে যানে না, তার স্বামীর চরিত্র কতটা ভাল। নিজের স্ত্রীর সাথে সব সময় ভালো বেবহার করা, একমাত্র স্বামীর চরিত্রের সার্টিফিকেট স্ত্রী ঐ দিতে পারে।
স্বামী স্ত্রী নিয়ে ইসলামিক উক্তি
পৃথিবীতে নারী ও পুরুষ দু'জনকেই, কোথাও না কোথাও অপমান ও লাঞ্ছিত হতে হয়, সেই অপমান ও লাঞ্ছিত যদি? মানুষের কাছে হয়, তাহলে এক সময় কেটে যায়, কিন্তু যদি আল্লাহর কাছে হোন, তাহলে আপনার কোন ছাড় নেই।
স্ত্রী একমাত্র স্বামীর চরিত্রে সার্টিফিকেট দিবে হাসরের ময়দানে, এমন কঠিন দিনে যদি, আপনার স্ত্রী আল্লাহর কাছে বলে উঠে, আল্লাহ তুমি যাকে আমার স্বামী বানিয়ে ছিলে, দুনিয়ায় সে আমাকে এতো কষ্ট দিয়েছে, উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। তখন কি হবে আপনার ভেবে দেখুন।