সংসার জীবন নিয়ে উক্তি
দুঃখ-কষ্টের মধ্যেই সংসার জীবন হয়, শুধু সুখ-শান্তিতে থাকলেই সংসার জীবন নয়।
নারী ও পুরুষ দু'জনকেই সংসার জীবনে, দুঃখ-কষ্ট পেতে হয়, তার পড়ে আস্তে আস্তে সংসার উন্নতি হয়। শুরুতেই কখনো সংসারে সুখ শান্তি আসে না।
আমি দেখেছি: সংসারের সুখের জন্য আমার বাবা-মা কতটা দুঃখ-কষ্ট সহ্য করেছে, দেখেছি সংসারের সুখের জন্য নিজের প্রতি কতটা জুলুম নির্যাতন সহ্য করেছেন, এতো আত্মত্যাগ করার পর সংসারে সুখ-শান্তি এসেছে।
সংসার জীবনের কষ্ট
স্বামীর কষ্টে তুমি কষ্ট পাও না, তুমি কেমন স্ত্রী। স্বামী কি তোমার শত্রু, নাকি জীবন মরণের সঙ্গী।
যেই সংসারে স্বামী স্ত্রী দু-জনই, তাদের ইচ্ছা মতো চলাফেরা করে। সেই সংসারে সব সময় অশান্তি লেগে ঐ থাকে। এক সময় তাদের সংসার ভেঙ্গে তছনছ হয়ে যায়।
সংসারের সুখের জন্য, স্বামী স্ত্রী দু-জনই পরামর্শ করে কাজ করা। কখনোই বাহিরের লোক জনের কথায়, সংসারে অশান্তি সৃষ্টি না করা। সবসময় একশত বার, চিন্তা ভাবনা করে কাজ করা। তাহলে সব সময় সংসার জীবন সুখের হবে।