ভালোবাসার কষ্টের পোস্ট
হে নারী ভালোবাসা যখন করবেই, তখন পুরুষকে কষ্ট কেন দিবে। তোমার মিথ্যা ভালোবাসার জন্য, অন্যদের কেন কাঁদবে।
প্রেম ভালোবাসা যদি ভাল না ঐ হয়। তাহলে কেন এগুলো করতে যাও, তোমার মিথ্যা ভালোবাসার জন্য অন্যের জীবন নষ্ট করে দাও।
প্রেম করা জায়েজ নয়, কিন্তু তার পরও মানুষ না করে থাকতে পারে না। আর তার মধ্যে যদি আবার ধোঁকাদারি থাকে তখন কেমন হয়।
ভালোবাসার কষ্ট ছন্দ
পুরুষের থেকে ও নারীরা বেশি ধোঁকাদেয়। পুরুষতো সত্যি কারের ভালবাসা খুঁজতে গিয়ে ধোঁকা খায়। দুঃখ কষ্টের সাথে ফিরে আসে।
নারীদের থেকে ও পুরুষরা ভালোবাসার জন্য বেশি পাগল হয়ে পরে। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার, দুঃখ-কষ্ট সহ্য করে। নারীদের থেকে পুরুষের ভালোবাসা মজবুত হয় বেশি।
ভালোবাসার কষ্টের গল্প
জীবনে যতটুকু কষ্ট পেয়েছি, তার মধ্যে প্রেম ভালোবাসার জন্য বেশি পেয়েছি। ৯০% কষ্ট শুধু ভালবাসা নামে ধোঁকা থেকেই পাওয়া। প্রেম কি একটা জিনিস, না করলে ও কষ্ট হয় করতে গেলেও কষ্ট পেতে হয়।
ভালোবাসা আমাকে সুখের থেকে ও কষ্ট বেশি দিয়ে। ভালো করার থেকে ও বেশি খারাপ পথে নিয়েছে। সম্মান পাওয়া থেকে ও বেশি অপমান করিয়েছে। সত্যি একেই বলে মানুষ ভালোবাসা।
ভালোবাসার কষ্টের উক্তি
ভালোবাসা পাওয়ার জন্য, দুঃখ-কষ্ট সহ্য করেছি। সহ্য করেছি হাজারও কথার আঘাত। ব্যথা বেদনা সহ্য করেও পাইনি সেই ভালোবাসা।
দিন রাত অপেক্ষা করেছি,
স্বপ্ন দেখিছি তাকে নিয়ে। তার জন্য কষ্ট দিয়েছি পরিবারের সদস্যদের, কষ্ট দিয়েছি গর্ব দারিনি মাকে, কষ্ট দিয়েছি বটগাছের ছায়ার মতো বাবাকে, এতো আত্মত্যাগ শিকার করে ও পাইনি তোমাকে।