কষ্টের ভালোবাসার স্ট্যাটাস
বর্তমান সময়ে মেয়েদের ভালোবাসা হচ্ছে, গেলাসে থাকা পানির মতো। গেলাসে থাকলে ঠিক পড়ে গেলে সব সব শেষ।
মেয়েদের ভালোবাসা পেতে হলে, যতো কখন তার মার্জি মতো থাকবেন, ততক্ষন ঐ ভালোবাসা থাকবে। তার মুখের উপর কথা বলে দিবেন, সব শেষ করে দিবেন।
কষ্টের ভালোবাসা
এই সময়ে প্রেম ভালোবাসা মানে নিজেকে নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করা। ভালোবাসা পাওয়া এখন খুব কঠিন, চার দিকে শুধু ধোঁকা আর ধোঁকা। কে কখন ভালোবাসা নিয়ে খেলা শুরু করে।
ভালোবাসা হচ্ছে মায়া, এটা নিয়ে খেলা করতে নেই। কখন খেলা করতে গিয়ে, নিজেই মায়ায় যরিয়ে পরবেন। কল্প না ও করা যাবে না।
আজকে সামান্য মজা করে যাতের ভালোবাসার নামে কষ্ট দিবেন। একদিন সামান্য ভালোবাসা পাওয়ার জন্য নিজেই কষ্ট পাবেন।
খুব কষ্টের ভালোবাসার গল্প
নারী ও পুরুষের মধ্যে এমন একটা সময় আসে, যখন তারা প্রেম ভালোবাসা ছাড়া থাকতে পারে না। মন সর্ব অবস্থায় শুধু ভালবাসা খুঁজে। সেই ভালোবাসার জন্য ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে থাকে। আরো জ্বলে অন্যদের প্রেম ভালোবাসা দেখে।
যতোই প্রেম ভালোবাসা ছাড়া থাকতে চেষ্টা করি, ততই মন আরো তাতে আকৃষ্ট হয়। মনকে যতবার বুঝিয়েছি, মন ততবারই বলেছে। আমি ভালোবাসা চাই।
যতোই প্রেম ভালোবাসা ছাড়া থাকতে চেষ্টা করি, ততই মন আরো তাতে আকৃষ্ট হয়। মনকে যতবার বুঝিয়েছি, মন ততবারই বলেছে। আমি ভালোবাসা চাই।
ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট গুলো মনে গেঁথে থাকে, সারাজীবন। দুঃখ কষ্ট দিয়ে যখন সে চলে যায়, সেই কষ্ট গুলো সজ্য করা খুব কঠিন হয়ে যায়।
কষ্টের ভালোবাসার ছন্দ
তুমি ভালোবাসার নামে কষ্ট দিলে।
তুমি সুখ দেবার নামে দুঃখ দিলে।
তুমি সারাজীবন পাশে থাকার,
নাম করে দূরে হারিয়ে গেলে।
এর নাম কি ছিল ভালোবাসা।
ভালোবাসায় সুখের ছায়া, দুঃখ কষ্টের ঘর। যত না সুখ, তার থেকেও বেশি দুঃখ কষ্টের ঝড়।
পৃথিবীতে প্রতিটি মানুষ ভালোবাসার সুখ নিয়ে বেঁচে থাকতে চায়। ভালোবাসার সুখ হয়তো সবাই প্রায় না। আর যারা প্রায় তাঁরাই সুখী হয়।