বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস
অন্যের ভুল ধরতে তুমি প্রস্তুত, নিজের ভুল ক্রুটি ধরতে নয়। আজকে নিজের ভুল গুলো, শুধরে নিয়ে দেখো, কতটা পরিবর্তন আসে জীবনে।
আমি অন্যের ভুল ধরতে গিয়ে, অপমানিত হয়েছি। আর নিজের ভুল ধরে, জয়ী হয়েছি।
বন্ধু ভুল ধরিয়ে দিলে, তাকে গালি নয় ধন্যবাদ দিন। কারণ সে হয়তো আপনাকে ভুল ধরিয়ে লজ্জিত করেছে। কিন্তু এই ভুল যদি, অন্যদের সাথে করতেন। তাঁরা হয়তো আপনাকে অপমান করতো।
বাস্তব জীবন নিয়ে কিছু কথা
আমি একদিন আমার এক বন্ধুর ভুল ধরিয়ে দিয়েছিলাম, সে আমাকে খুব অপমানিত করেছে। কিছু দিন পর সে বুঝতে পেরে, আমার কাছে ক্ষমা চেয়েছে। সে বুঝতে পেরেছে, আমি তার খারাপ এর জন্য নয়, বরং তার ভালোর জন্যই ভুল গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
কেউ আপনার ভুল ক্রুটি গুলো দেখিয়ে দিলে, তাকে গালি নয় ধন্যবাদ দিন। নয়তো এই ভুলের জন্য অন্যদের কাছে একদিন লজ্জিত ও অপমানিত হবেন।
বাস্তব জীবনের কষ্টের গল্প
অন্যের ভুল দেখে শিক্ষা নেয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। অন্যের ভুল দেখে, আবার সেই একি ভুল করা হচ্ছে গাঁদার কাজ।
অন্যের ভুল ক্রুটি গুলো দেখে দেখে, নিজের শিক্ষা গ্রহণ করা। কেউ বার বার ভুল করবে না, যে আপনি শিক্ষা গ্রহণ করবেন।
বাস্তব জীবনের গল্প
এখন মানুষ গুলো নিজেই নিজের বিপদ নিয়ে আসে। অন্যের ভুল দেখে দেখে মজা নেয়, আবার সেই একি ভুল সে নিজেই করে বসে।
আমি দেখেছি অন্যের ভুল দেখে, নিজেকে শুধরে নেওয়া মানুষের উন্নতি। দেখেছি তাদের জীবনের সফলতা অর্জন, দেখেছি তাদের অন্যের উপকার ও বুক ভরা ভালোবাসা।
বাস্তব জীবন নিয়ে কবিতা
অন্যের ভুল দেখে শুধরে নেবো, নিজের জীবন উৎসর্গ করবো, সবার কাছে সম্মানিত হবো, সবার ভালোবাসা জয় করবো, এঁকে অপরকে নিয়ে সারাজীবন কাটিয়ে দিব।