ছেলে মেয়ে বন্ধুত্ব
একজন পুরুষ ও মহিলা বিবাহ ছাড়া কখনোই একসাথে থাকতে পারে না। সমাজ কখনোই তা গ্রহণ করে না। ছেলে মেয়ে যখন বিবাহ ছাড়া এক সাথে থাকে, তখন সমাজ আর সমাজ থাকে না। নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়।
এখন নাকি ছেলে মেয়েরা একে অপরের বন্ধু হয়। একটা ছেলে ও মেয়ে কখনোই বন্ধু হতে পারে, যতক্ষন না তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
ছেলে মেয়ে বন্ধুত্ব নিয়ে উক্তি
যুবতী নারী ও যুবক পুরুষ এঁকে অপরের বন্ধু হয়। তখন তাদের বন্ধুত্বের ভালোবাসা থেকে ও শরীরের ভালোবাসা বেশি হয়ে যায়। তারা একে অপরের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে।
নিশ্চয়ই নারী ও পুরুষের দেহের গঠন এক নয়। ছোট বেলা যৌবন থাকে না, বড় হওয়ার সাথে সাথে শরীরে যৌবন শক্তি আসতে থাকে। তখন যদি নারী ও পুরুষ এক সঙ্গে থাকে, তাহলে তাঁরা একে অপরের শরীর ভুক করতে আশাক্ত হয়।