হযরত মুসা আঃ আল্লাহর কাছে কি প্রশ্ন করেছিলেন | নতুন ইসলামিক পোস্ট

 হাদিস ইসলামিক পোস্ট

হাদিস ইসলামিক পোস্ট
একজন আল্লাহর ওলি যখন আল্লাহ্ ডাকে। আল্লাহ্,
তখন আল্লাহ একবার জবাব দেন: লাব্বাইক, হে আমার বান্দা।
যখন কোন পাপী বান্দা আল্লাহ্ ডাকে। তখন আল্লাহ তিনবার জবাব দেন: লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক হে আমার বান্দা।

একদিন হযরত মুসা আঃ আল্লাহ তায়ালাকে প্রশ্ন: করলেন, হে আল্লাহ আপনার ওলি আপনাকে আল্লাহ বলে ডাকলে, আপনি একবার জবাব দেন আর আপনার পাপী বান্দা, আপনাকে আল্লাহ বলে ডাকলে আপনি তিনবার জবাব দেন।
তখন আল্লাহ হযরত মুসা আঃ প্রশ্নের উত্তরে জবাব দেন।
আমার ওলি যখন আল্লাহ্ ডাকে, তখন তার ডাক সম্পূর্ণ ভাবে অন্তরের গভীর থেকে আসে।
আর যখন আমার কোন পাপী বান্দা আল্লাহ্ ডাকে, তখন তার সম্পূর্ণ ডাক অন্তরের গভীর থেকে আসে।

আল্লাহর ওলির সব সময় আল্লাহর রহমতে ভরপুর থাকে, আর যারা পাপী তারা সর্বদা পাপ কাজে ব্যস্ত থাকে।

একজন পাপী বান্দা, যখন সে তার পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ খুব খুশি হয় ও তার ডাকে সাড়া দেয়।

আল্লাহর ওলিরা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলে, তাই আল্লাহ তাকে তার রহমতের ভিতরে রাখেন।
আর পাপী বান্দা সব সময় আল্লাহর রহমতে বাহিরে থাকে, যখন সে তার পাপ বুঝতে পেরে আল্লাহ বলেন, তখন আল্লাহ তাকে ক্ষমা করে, আল্লাহর রহমতের ভিতর যায়গা দেন।

ইসলামিক পোস্ট লেখা

সফলতা কোথাও পাচ্ছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দিন, অবশ্যই আল্লাহর কাছে সফলতা পাবেন। সবাই আপনাকে নিরাশ করলে ও আল্লাহ কখনই নিরাশ করবে না।

আল্লাহ কখনই তার পাপী বান্দাকে নিরাশ করে না। যদি সে খাস দিলে তওবা করে। সফলতা অর্জন কোথাও না পেলেও, আল্লাহর কাছে ঠিকি পাবেন, যদি তওবা করে ফিরে আসেন দ্বীনের পথে।

দুনিয়ার সফলতা দুনিয়াতেই থেকে যাবে। মৃত্যুর পর কোন কাজে আসবে না। তাই দুনিয়া ও আখেরাত দু-জাহানের সফলতা অর্জনের উপায়, খুঁজে নিন। তাতে আপনার দুনিয়া ও আখেরাত দুটিই থাকবে।

বুদ্ধিমান তাঁরাই, যারা দ্বীনের পথে থেকে আল্লাহকে খুশি করে। দুনিয়া ও আখেরাত দুটিই আল্লাহর কাছে চেয়ে নেয়।

দুনিয়ার জীবন ছোট জীবন, একদিন ঠিকই শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের জীবন শুরু আছে কখনোই শেষ নেই।

দুনিয়ার কষ্টের জীবন নিয়ে আমাদের কতো মনের ইচ্ছা। এই ধোকার দুনিয়া আমাদের শুধু কষ্ট ঐ দিবে সুখ নয়। সুখতো শুধু জান্নাতে ঐ আছে, যেখানে নেই কোন দুঃখ-কষ্ট।