জীবনের কিছু বাস্তব উক্তি
একটা কুকুরের ঘুম হয় রাস্তায় আরামে, আর একজন বড় লোকের রাজপাশাতে ও ঘুম হয় না শান্তিতে। বড় হলেই শান্তি পাওয়া যায়, সম্পূর্ণ ভুল।
শান্তি কখনো বড় ছোট থেকে আসে না। শান্তি আসে মনের ভিতরে থেকে। যদি ভিতরে ভালো না থাকে, তাহলে কখনোই শান্তি আসবে না।
একটা কুকুরের রাস্তায় নিশ্চিন্ত ঘুম আসে, আর একজন মানুষের রাজপাসাতে ও ঘুম আসে না। কারণ হচ্ছে ধন-সম্পদ চিন্তা ভাবনা টেনশন। এগুলো ভিতরে থাকলে কখনোই ঘুম আসবে না।
বাস্তব জীবন নিয়ে কিছু কথা
ধন-সম্পদ এমন জিনিস, কেউ পাওয়ার আশায় ঘুমাতে পারে না। আবার কারও বেশি থাকায় ঘুয় আসে না।
ধন-সম্পদের নেশা মানুষের জীবন ধংস করে দেয়। ধন-সম্পদ থাকা জরুরি, তার জন্য জীবনে সব সুখ শান্তি নষ্ট করা জরুরি নয়। যতটুকু আছে ততটুকুই নিয়েই খুশি থাকা উচিত।
বাস্তব জীবন বড়ই কঠিন
বাস্তবতা বড়ই কঠিন, কেউ খালি হাতে ও সুখি। আবার কেউ ভরা হাত নিয়ে দুঃখি। জীবন কারো জন্য এক নয়, সুখ শান্তি সবার ভিতর থাকে না।
দুঃখ কষ্টের সাথে নিজেকে মানিয়ে নেয়া হচ্ছে সবচেয়ে উত্তম। দুঃখ কষ্ট সহ্য করা ও একটি গুণ, যা সবার ভিতর থাকে না। দুঃখ কষ্ট হচ্ছে সফল ব্যক্তির সর্ব প্রথম ধাপ। দুঃখ-কষ্টের পরই জীবনে সুখ-শান্তি এসে ভরে যায়।
মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই এটাই উচিত। দুঃখ কষ্টের মধ্যেই সুখ-শান্তি, নয়তো সুখ বলতে কোন শব্দ হতো না।