মসজিদের পাশে বসে আড্ডাদেয় যারা | ইসলামিক শিক্ষামূলক বাণী

ইসলামিক শিক্ষামূলক উক্তি

ইসলামিক শিক্ষামূলক উক্তি

তোমার কতবড় সাহস, মসজিদের পাশে বসে তুমি মোবাইলে জুরে জুরে গান বাজাও। বন্ধুদের সাথে আড্ডা দাও, তাও আবার মসজিদে নামাজ চলাকালীন সময়ে।

হে যুবক ভাই, গান বাজাও ভালো কথা, নামাজ চলাকালীন কেন বাজাও। ছোট পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বড় পাপ নয়।

তোমার একটু ও ভয় হয় না, মসজিদের পাশে বসে, আড্ডা ও অশ্লীল কথা বার্তা করো, তুমি কি ভুলে গেছ এটা কার ঘর। ভুলে গেছ তোমার সৃষ্টিকর্তার কথা, তোমার আবার তার কাছেই ফিরে যেতে হবে।

ইসলামিক শিক্ষামূলক গল্প

ঐ-দিন নামাজে যাওয়ার পথে, কিছু যুবকদের দেখলাম। খুব জোরে জোরে গান ও হাশি তামাশা করছে। এদিকে মসজিদে নামাজ চলছে, এতো জোরে জোরে শব্দের কারণে, নামাজ আদায় করতে সমস্যা হচ্ছে।

হাসি তামাশা করো কোন সমস্যা নেই, মসজিদের পাশে বসে কেন? কেন তোমার মসজিদের পাশেই জোরে জোরে, শব্দের সাথে খারাপ অশ্লীল কথা গুলো বলতে হবে।

ইসলামিক শিক্ষামূলক বাণী

হে যুবক ভাই, আজকে যেই বন্ধুদের সাথে নিয়ে মসজিদের পাশে বসে গান বাজাও। যখন তোমার মৃত্যু হবে, কবরের বিপদের বন্ধু কি তাঁরা হবে। যার মসজিদের পাশে তুমি গান বাজাও উনিই হবেন।

যেই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তুমি, আল্লাহর মসজিদের অপমান করো। মসজিদের ইমামকে গালি গালাজ করো, তোমার  মৃত্যুর পর কি সেই বন্ধুরা কি আসবে, তোমার আযাবের শাস্তি ভোগ করতে।

ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

ভাই একবার ভেবে দেখ, কোথায় আছ? কার দুনিয়ায় আছ? তোমার আমার থেকে বড় বড় লোক, তাদের আঙ্গুল এর ইশারায় মানুষে নাচাতো। আজকে তারা দুনিয়ায় নেই, তাদের পাওয়ার আজকে নেই, তুমি আমিতো সাধারণ মাত্র।

একটা বার কি ভাবে দেখেছ, সব কিছুই আল্লাহর হাতে। দুনিয়ার আগে পরে সব তার, তার মসজিদের পাশে বসে আড্ডা ও খারাপ আচরণ কি ভাবে করবো। কি ভাবে বন্ধুদের সাথে মিশে, নিজের সৃষ্টি কর্তার কথা ভুলে যাব, যার হাতে আমার জীবন মৃত্যু।