মেয়েদের ভালোবাসা নিয়ে কিছু কথা
নারী এতো সহজে কাউকে মন থেকে ভালোবাসে না। যদি একবার ভালোবেসে ফেলে, তাহলে কখনোই ভালোবাসার মানুষকে ভুলতে পারে না।
নারী ছলনা মহি ঠিকিই, কিন্তু সেই ছলনা মহি নারী, যদি মনের ভিতরের থেকে একবার কাউকে ভালোবেসে ফেলে। সেই ভালোবাসা খুব খাঁটি হয়। মৃত্যু আসা পর্যন্ত সে তাকে ভুলতে পারে না।
পুরুষতো খুব সহজেই ভালোবেসে ফেলে, আর নারী খুব ভেবে চিন্তে ভালোবাসে। তাঁরা ধোঁকা খেয়ে খুব ভয় করে, তাই তাদের ভালোবাসা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।
কিভাবে মেয়েদের ভালোবাসা পাওয়া যায়
মেয়েদের ভালোবাসা পেতে চাইলে, সবসময় তাদের সাথে ভাল ব্যবহার ও ভাল আচরণ করা। নারী সব থেকে অপছন্দ করে, খারাপ ব্যবহার ও খারাপ আচরণ। যা মেয়েদের ভিতরে রাগ ও জেদ তৈরি করে দেয়।
মেয়েদের ভালোবাসা পেতে হলে, তাদের ইচ্ছার সাথে চলতে হয়। তার কথার সাথে একমত হতে হয়, তাদের বিশ্বাস এর সাথে যুক্ত হতে হয়। তাদের মধ্যে একজন আদর্শবান পুরুষ হতে হয়।
মেয়েদের ভালোবাসা আস্তে আস্তে শক্ত হয়। আপনি তার পিছনে যতটা সময় দিবেন, সে আপনার জন্য ততই পাগল হবে। সব মেয়েরা আবার এক নয়, কিন্তু বেশিই এমন।
মেয়েদের ভালোবাসার ইশারা
মেয়েরা যেই ছেলেকে পছন্দ করেন, সব সময় তাকে নিয়ে আলোচনা বেশি করে। আর যখন তখন তার সাথে কথা বলতে চায়, তার সাথে সারাজীবন কাটিয়ে যেতে চায়।
মেয়েদের যখন লজ্জা শরম ভেঙে যায়, তখন সে ছেলেদের থেকে ও বেশি সাহসী হয়ে যায়। প্রেম ভালোবাসা তার জন্য কোন, সমস্যা ঐ নয়। সে তার ভালোবাসা জয়ি করে নেয়।
মেয়েরা ভালবাসে তখনই, যখন তার ভিতরে বড় কোন আঘাত আসে। সেটা সহ্য করতে তার কষ্ট হয়, এই ইমোশনাল অবস্থায় তারা ছেলেদের প্রেমে বেশি পড়ে।