বিয়ে নিয়ে উক্তি
এখনতো মেয়ের বাবা মা, তার মেয়ের জন্য ভালো স্বামীর চেয়ে টাকা ওলা বেশি খুঁজে। আর বয়সতো কোন পেক্টর নয়। একবার ভেবে দেখুন, দশ পনেরো বছর পর স্বামী যখন বড়া হয়ে যাবে, তার যৌবন যখন শেষ হয়ে যাবে, তখন আপনার মেয়ের কি হবে। সেতো যুবতী ঐ থাকবে, তখনতো সে অবশ্যই খারাপ পথে পা বাড়াবে।
মেয়েকে টাকা ওলা স্বামীর সাথে বিয়ে দিচ্ছেন ভালো কথা, কিন্তু ছেলের বয়স দেখে বিয়ে দিবেন না। মেয়ের বয়স ১৬ আর ছেলের বয়স ৪০ এটা কি ভাবে হয়। বিয়ে দেওয়ার সময় টাকার সাথে, ছেলের বয়সটা ও দেখে নিন।
মেয়েদের বিয়ের বয়স
ছেলের টাকা দেখেই মেয়ের বিয়ে দিয়ে দিলেন, ছেলের বয়সটার দিকে একবার ও তাকালেন না? মনে রাখবেন টাকা দিয়ে আপনার মেয়ে সব সময় সুখী হবে না। স্বামীর যৌবন শেষ হলে, তারতো তখন শুরু হবে। তখন সে অবশ্যই পরকিয়া প্রেমের মধ্যে লিপ্ত হবে।
আমাদের যামানাটা খুব কঠিন, ছেলেদের বিয়ে হয় না, টাকা পয়সা না থাকার জন্য। যেই টাকা পয়সা কামাতে কামাতে, বয়স বেড়ে যায়। তার পর বিয়ে হলে, কিছু সময় পর তার যৌবন থাকে না। স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে না, স্ত্রী অন্যদের সাথে পরকীয়া প্রেম করে, শেষ মুহূর্তে শুধু কষ্ট পেতে হয় স্বামীর।