কষ্টের জীবন
পুরুষের পকেট ভরে যেতে হয় বাহিরে, আর আসতে হয় শূন্য হয়ে। বাস্তবতা বড়ই কঠিন, খালি হাতে কেউ গ্রহণ করতে চায় না।
টাকা ছাড়া পুরুষের ইচ্ছা গুলো, কখনোই পূরণ হয় না। সেই ইচ্ছা পূরণের টাকা কামাতে কামাতে, পুরুষের জীবন যৌবন শেষ হয়। অথচ টাকা হাতে ধরা দেয় না।
গরিবের কষ্টের জীবন
টাকা ছাড়া রাস্তায় বের হলে, বুঝা যায় পৃথিবীর মানুষ গুলো কতটা কঠিন।
টাকা না থাকলে বাস্তব জীবন কতটা কষ্টের বুঝা যায়।
গরিব ও বড়লোকের পার্থক্য শুধু টাকা নিয়ে, বড়লোকের টাকা বেশি গরিবের টাকা কম, তা'নাহলে সবাই সমান।
টাকা জীবনে সুখ-শান্তি এনে দেয়, কিন্তু সব ক্ষেত্রে নয়।
টাকা ছাড়া পুরুষ
আমি দেখেছি টাকা হাতে থাকলে সবাই সম্মান করে, টাকা না থাকলে কেউ দেখে ও না দেখার চেষ্টা করে। আমি দেখেছি টাকা থাকলে দুনিয়ার সুখ শান্তি ভুক করা যায়। টাকা না থাকলে শুধু দুঃখ ও কষ্ট ভুক করতে হয়।
বর্তমান সময়ে মানুষের পরিচয় হয় শুধু টাকায়। টাকা হাতে থাকলে বয়স্ক পুরুষ ও যৌবন ভরা ১৬ বয়সী যুবতী প্রায়। নয়তো ৬০ বয়সী নারী ও জুটে না।
পুরুষের কষ্ট নিয়ে উক্তি
পুরুষ মানুষদের ভালোবাসা থেকে শুরু করে, বিয়ের পিঁড়িতে বাসা পর্যন্ত টাকা ছড়াতে হয়। বাকি জীবনটা স্ত্রী সন্তানদের জন্য, টাকার পিছনে ছোটাছুটি করে শেষ করতে হয়। পুরুষ হওয়া বড়ই কঠিন।
যেই পুরুষের টাকা আছে, তার জীবনে সুখ-শান্তি ভালোবাসা ও আছে। আর যেই পুরুষের টাকা নেই তার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই।
পুরুষের পকেট শূন্য থাকলে, পৃথিবীটা হয়ে পড়ে তার জন্য, দুঃখ কষ্ট ও অবহেলার। মানুষতো এখন টাকার পরিচয়ে বাঁচে, পুরুষের পরিচয়ে নয়।