স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস
হে নারী তুমি কি ভেবে দেখেছ, তোমার স্বামী তোমার সুখের জন্য কতটা কষ্ট করে। নিজের ঘাম ঝরানো টাকা গুলো তোমার হাতে তুলে দেয়।
আর তুমি সেই টাকা গুলো অপচয় করো, টাকা গুলো উল্টো পাল্টা খরচ করে শেষ করো। ভেবে দেখো না, এই টাকা গুলো স্বামীর কতটা মেহনত ও ঘাম ঝরানো টাকা।
স্বামী স্ত্রীর কষ্টের পিক
স্বামী স্ত্রী একে অপরের কষ্ট গুলো বুঝতে চেষ্টা করা। পৃথিবীতে আল্লাহ তায়ালা শুধু শুধু স্বামী-স্ত্রীর জোরা সৃষ্টি করেনি। একা একা থাকলে বুঝা যায়, পাশে একজন মানুষের কতটা প্রয়োজন।
একজন পুরুষের পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থাকার পর ও কেন? একজন নারীর প্রয়োজন হয়। নারী ছাড়া পুরুষের তৃপ্তি কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহ্ পাক নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যাতে এঁকে অপরের পাশে থেকে, দু'জনের দুঃখ-কষ্ট গুলো ভাগাভাগি করে বেঁচে থাকতে পারে।
স্বামী স্ত্রীর মিলন
স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র ভালবাসা কে সৃষ্টি করেছেন। কে দু'জনের জোড়া বেঁধে দিয়েছেন।
কে এতটা পবিত্র সম্পর্ক, ঘরে দিয়েছেন। কে সারাজীবন এক সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কে দিয়েছেন দুঃখ কষ্ট গুলো ভাগাভাগি করার। তিনি হচ্ছেন আল্লাহ তায়ালা।
বাহিরের মানুষের কথায় ঘরে কখনোই, অশান্তি সৃষ্টি করা উচিত নয়।
কারণ বাহিরের মানুষের ভিতরে শয়তান বেশি থাকে। আর শয়তান কখনোই মানুষের সুখ শান্তি দেখতে পারে না।