হাস্যকর মজার গল্প
ফানি গল্প ___না হেসে উপায় নাই 🤣বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম দেখাও হলো মেয়েটা মোটামুটি বেশ সুন্দরী!! 🙈
মেয়ে দেখার এক সময় দুলাভাই বললো তোমাদের তো বিয়ের কথা চলতেছে তোমরা দুজন আলাদা একটু কথা বলে নাও কেমন!😌
দুলাভাইয়ের কথায় মেয়েটা ও আমি দুজনে ফাঁকা এক জায়গায় চলে গেলাম তারপর!!
আমি~ এইযে হ্যালো কিছু বলছেন না যে
মেয়েটা~আমি বোবা কথা বলতে পারিনা!!
আমি~ হাহাহা বোবা আবার কথা বলছে সে নাকি বোবা অনেক মজার মানুষ তো আপনি।😁
আচ্চা নাম কি আপনার।
মেয়েটা~আমার নাম জান্নাতি😮
আপনার নাম কি!!
আমি~ আমার নাম সাইনসা খান।
আমি~আচ্চা আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে তো এই বিয়েতে আপনার কোন সমস্যা আছে নাকি!🙄
মেয়েটি~হুম অনেক সমস্যা আছে। 🙄🙄
আমি~কি সমস্যা বলতে পারেন। 🙄🙄
মেয়ে~ আসলে আমি সিগারেট খাই" রাতে ঘুমের ঘোরে পাশে যে থাকে তাকে অনেক পিটাই।। 🙄
মেয়েটার কথা শুনে মনে মনে ভাবলাম ও তাহলে এই ব্যাপার আমার সাথে চালাকি করা হচ্ছে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও প্রেম আছে কিন্তু আমিও নছর বান্দা ওকে দেখতে এসে আমার ১ হাজার টাকা গেছে তাই বুদ্ধি করে আমি বললাম।। 🙂
আমি~~ আসলে এতে আমার কোন সমস্যা নাই।।
মেয়েটি~~আসলে আমি সব সময় খাই!!
আমি~~ ওকে সমস্যা নাই খাওয়া তো ভালো।
মেয়েটি~~ আমার শরীলে কিন্তু চুলকানি আছে! 😂😂
আমি~~ওহহ তাই সমস্যা নাই ঔষধ এনে দিবো।😁
মেয়েটি~~আমার না আগে একবার বিয়ে হইছে!!😃😃
আমি~~ওহহ তাই তাতে কি বিয়ে হতে পারে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~আমার আগের বরের ১ টা বাচ্চা আছে!!😁
আমি~~ সমস্যা নেই আমি তাতেও রাজি!!😂😂
মেয়েটি~~আরে ভাই এত সমস্যা থাকার পর ও আমাকে কেনো বিয়ে করতে চান।।
আমি~~ওকে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~ পাগল হলেন নাকি শোনেন আমার একটা ছেলের সাথে প্রেম আছে এটা সত্যি কথা।
আমি~~এইতো লাইনে আসসেন আচ্চা ঠিক আছে আমি বিয়েতে না করে দিবো এর জন্য আমাকে ১০ হাজার টাকা দিতে হবে আপনার!! 😂😂😂
মেয়েটি~~ কি এত টাকা।
আমি~~হুম টাকা না দিলে আপনার বাসায় বলে দিবো।
মেয়েটি~~ওকে রাজি দিচ্ছি।
সালার বিয়েতো হলোনা কিন্তু ১০ হাজার টাকা তো ইনকাম হলো এখন টাকা নিয়ে বাসায় যাচ্ছি। 😁😁