বাসর রাতে কি করতে হবে | বাসর রাতের গল্প

 বাসর রাতে কি কি করনীয়

বাসর রাতে কি কি করনীয়

বাসর রাতে আসলে কি করণীয় ছিলো,আর আপনি কি করেছিলেন?? মিলিয়ে দেখুন তো!!


অবিবাহিতদের পক্ষ থেকে আসা সবচেয়ে বেশি প্রশ্ন হলো কেমন হবে প্রথম রাতটি? ফুলশয্যায় কি কি করলে পরিপূর্ণভাবে ইসলাম মেইনটেইন হবে!! 

করনীয় জেনে নিন, আজ অনেক বিবাহিতরাও হয়ত বেশ আফসোস করবে।


বাসর রাত বলতেই সবাই এমন একটি হাসি দেয় যেন সহবাসকেই বোঝানো হচ্ছে। কিন্তু না, ইসলামি জীবনব্যবস্থায় কারো উপর জুলুম করার কোনো অপশন নেই-নেই কোনো জোর জবরদস্তির ক্ষমতা। বরং ইসলামে বাসর বলতেই বোঝানো হয় সুন্দর একটি রাত্রি,যে রাত নতুন একটি জীবনের সূচনা ঘটায়, যে রাতের পর জীবনে একজন বন্ধু আসে। 


কি কি করা উচিত প্রথম রাতে?


১.স্বামী স্ত্রী একে অপরের সাথে সালাম(মৌখিক) বিনিময় করবে,কুশলাদি করবে। স্বামী যথাসম্ভব কোমল কণ্ঠে স্ত্রীর সাথে কথা বলবে এবং স্ত্রী থাকবে লাজুক। স্ত্রী নিজেও স্বামীর সঙ্গে উত্তম আচরন করবে।


২.হারিয়ে যাওয়া সুন্নাহ হলো প্রথম রাতে স্ত্রীর মাথায় হাত রেখে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেনঃ-


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

(অর্থ- হে আল্লাহ! আমি তাঁর কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই)। (সুনানে আবু দাউদ ২১৬০)


৩.স্ত্রী যখন দেখবে স্বামী নিজ হাত আমার মাথায় রেখে দোয়া করছে, তখন অটোমেটিক আপনার সম্পর্কে আপনার স্ত্রীর মনে পজিটিভ চিন্তা আসবে। 


৪.ঠিক তখনই আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইবেন। খারাপ লাগছে কিনা বা অস্বস্তি কাজ করছে কিনা। নতুন পরিবেশে কোনোকিছু প্রয়োজন কিনা।


৫.স্ত্রীকে বলুন চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তমরূপে অযূ করে জামাআতে দু রাকাআত সালাত আদায় করি। সালাতের মাধ্যমে দুজনই আল্লাহর কাছে দোয়া করবেন সাংসারিক জীবনে সুখশান্তির জন্য। একে অপরের মধ্যে যেন মহব্বত তৈরী হয় এবং সকল গুনাহ থেকে দূরে থাকার জন্য দোয়া করবেন।

বাসর রাতে এই ২রাকাআত নফল সালাতকে সালফেসালেহীনগন মুস্তাহাব বলেছেন।(পড়তেই হবে এমন কোনো বিষয় না,তবে কে না চায় শোকর আদায় করতে! আল্লাহর দরবারে সেজদাহ করতে!)


৬. সালাত শেষ করে দুজন বিছানায় গিয়ে মুখোমুখি বসবেন।। ততক্ষণে নিশ্চয়ই আপনার স্ত্রী অনেকটাই সহজ হয়ে গিয়েছে? না হলেও সবর করুন,তার আরো কাছাকাছি বসুন,হাত দুটি ধরুন, খুব কোমলভাবে কপালে চুমু দিন।  


এরপর আপনি নিজেই বুঝবেন আপনার স্ত্রী কি চাইছে। স্ত্রী কি সহবাসের জন্য আগ্রহী? নাকি সে এই রাতটি গল্পগুজব করে বা অন্যভাবে উপভোগ করতে চাইছে। 


৭.যদি সহবাসের দিকে আগ্রহী হোন তবে অবশ্যই সহবাসের দোয়া পড়ে নিবেন।


ভালো কিংবা মন্দ উভয় পরিবেশ আপনাকেই ক্রিয়েট করতে হবে।আমি শুধু উত্তম করনীয়গুলো জানিয়ে দিলাম। বিবেক এবং আবেগ দুটিকেই প্রাধান্য দিতে হবে।


আগেও বলেছি এবং আবারো বলছি, যদি বেঁচে থাকেন তো মিলনের জন্য সারাটি জীবন পড়ে থাকবে। শুধু শুধু তাড়াহুড়ো করে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে বাঁধার সৃষ্টি করবেন না।


কথায় আছে না এক রাতেই জীবনের সবকিছু হয়ে যায়? জি, ঠিকই শুনেছেন।স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একটি রাতের পরই নতুন জীবনের উদ্দেশ্যে দুজন হেঁটে চলে....